বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের উপস্থিতিতে যাত্রা শুরু হলো নতুন ফ্যাশন আউটলেট ‘হাওর লাইফস্টাইল’-এর। গত শুক্রবার রাজধানীর উত্তরার জমজম টাওয়ারে এ ফ্যাশন আউটলেটের যাত্রা শুরু হয়। এই আউটলেটরই প্রতিষ্ঠাতা মো. রমিনুল হক সায়াদ।
‘হাওর লাইফস্টাইল’-এর অ্যাডভাইজার অভি মঈনুদ্দীনের নির্দেশনায় সায়াদ, শারমিন কেয়া, সুমন, সোহেল, অপু’কে সঙ্গে নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মিম ‘হাওর লাইফস্টাইল’ সম্বলিত ফিতা কেটে আউটলেট-এর উদ্বোধন করেন। আর এরইমধ্যে দিয়ে সায়াদের জীবনের এক নতুন যাত্রা শুরু হলো।
বিদ্যা সিনহা মিম বলেন, ‘অভি মঈনুদ্দীন ভাইয়ের মাধ্যমেই সায়াদ ভাইয়ের সঙ্গে পরাণ মুক্তির সময়কাল থেকেই পরিচিত। তিনি অত্যন্ত বিনয়ী এবং সদা হাস্যোজ্জ্বল একজন মানুষ। অনেক আগেই তিনি বলে রেখেছিলেন যে তিনি যদি আউটলেট চালু করেন তাহলে আমাকে সেখানে নিমন্ত্রণ করবেন। সে কথাই তিনি রেখেছেন। আমারও হাওর লাইফস্টাইল-এর উদ্বোধন করতে পেরে ভীষণ ভালোলাগলো। ছেলে মেয়ে উভয়ের পছন্দমতো পোষাক, শীতের কাপড়, শাড়ি, প্যান্ট, ট্রাউজার, টি-শার্ট, জ্যাকেট, জুতা, ব্যাগ, পারফিউম’সহ কসমেটিকসও রয়েছে। রয়েছে বাচ্চাদের ড্রেস। আমদানীকৃত পোশাকের পাশাপাশি রয়েছে দেশীয় পাঞ্জাবী, তাও আবার পাকিস্তানী ফেব্রিকসের দেশে প্রস্তুতকৃত। সবমিলিয়ে এটি ফ্যাশন রিলেটেড একটি পরিপূর্ণ আউটেলট। আমার কাছে ভীষণ ভালোলেগেছে, আমিও আমার পছন্দমতো পণ্য সংগ্রহ করেছি। আপনারাও এই আউটলেট-এ এসে আপনাদের নিজেদের পছন্দমতো পণ্য ক্রয় করে নিতে পারেন।’
সায়াদ বলেন, ‘আলহামদুলিল্লাহ, অবশেষে হাওর লাইফস্টাইল দিয়ে আমার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো। ধন্যবাদ মিম আপুকে যাত্রা শুরুর এই সময়কালটাকে স্মরণীয় করে রাখার জন্য। আগ্রহী ক্রেতাদের বলবো কাজের ফাঁকে, আমাদের আউটলেট-এ একবার ঘুরে যেতে। পছন্দসই পণ্য সুলভমূল্যে পেয়ে যাবেন এটা নিশ্চিত করে বলতে পারি।’
সায়াদ জানান, ঢাকার পরে তার নিজ বিভাগ সিলেটের প্রাণকেন্দ্র’তে ‘হাওর লাইফস্টাইল’এর দ্বিতীয় শাখা করার ইচ্ছে রয়েছে। মূলকথা, এক সময় হাওর লাইফস্টাইল হয়ে উঠবে দেশের নাম্বার ওয়ান ফ্যাশন আউটলেট-এমনটাই স্বপ্ন দেখি আমি।’