হোম > বিনোদন

নওশাবার নাটক ‘দ্বিতীয় বিয়ের পর’

বিনোদন রিপোর্টার

অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ দীর্ঘদিন পর চয়নিকা চৌধুরী পরিচালিত ‘দ্বিতীয় বিয়ের পর’ নামে একটি নাটকে অভিনয় করেছেন। নাটকে নওশাবার সহশিল্পী ইরফান সাজ্জাদ ও আইশা খান।

তিনি জানান, ‘ঠিক কত বছর পর ক্যামেরার সামনে কাজ করছি, তা মনে করতে পারছি না। অনেক দিন পর চয়নিকা দিদি বললেন নাটকটি করো, গল্পটিও ভালো। মঞ্চে নিয়মিত থাকলেও অনেক দিন ক্যামেরার সামনে দাঁড়াইনি। তাই অংশগ্রহণ করেছি। এটাকে আমি ‘ফেরা’ বলব না। আমাকে যদি চরিত্রে না মানায়, তবে আমি কাজ করব না। থিয়েটার, ছবি আঁকা, গল্পের বই পড়া ও মেয়ের দেখাশোনা আমার কাছে বেশি প্রাধান্য পায়।’ নাটক থেকে দূরে থাকার কারণ জানাতে গিয়ে নওশাবা বলেন, ‘আমি হয়তো অনেক নির্মাতার চোখে তারকা নই; কিন্তু নিজের কাছে একনিষ্ঠ শিল্পী। অনেক নির্মাতা আমাকে কাজের প্রস্তাব দিয়েছেন; কিন্তু সেখানে অভিনয়ের সুযোগ নেই। ভালো গল্প ও সুযোগ থাকলে অবশ্যই কাজ করব।’

এদিকে গত শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নওশাবা অভিনীত ‘সাত ভাই চম্পা’। এটি মুক্তি পাওয়ার সাত বছর আগে টিভিতে মেগা সিরিজ হিসেবে প্রচার হয়েছিল এবং গত বছর ওয়েব ফিল্ম হিসেবে ওটিটিতে মুক্তি পেয়েছিল।

নওশাবা জানান, সিনেমার মতো প্রস্তুতি নিয়েই শুটিং করেছিলেন, ঘোড়া ও তলোয়ার চালানো শিখেছিলেন। তিনি খুশি হলেও মনে করেন, যথাযথ প্রচার হলে সিনেমাটি আরো দর্শকের কাছে পৌঁছাত। সে সঙ্গে নওশাবা টালিউডেও অভিষেক ঘটিয়েছেন অনীক দত্তের ‘যত কাণ্ড কলকাতাতেই’ সিনেমার মাধ্যমে। সিনেমায় তার অভিনয় প্রশংসিত হয়েছে। নওশাবা জানান, সিনেমাটি বাংলাদেশে মুক্তির পরিকল্পনা করছে প্রযোজনা প্রতিষ্ঠান।

‘মনপুরা’ নির্মাতার ‘পারফেক্ট ওয়াইফ’

শিক্ষকতার পাশাপাশি অভিনয়ে ব্যস্ত শাহানা

২৯ বছর পর সালমান শাহ হত্যা মামলা, আসামি যারা

মুক্তি পেল তাহসানের ‘শেষ গান’

শিল্পকে সমৃদ্ধ করতে রাজনীতিতে বেবী নাজনীন

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে 'পবিত্র সৌন্দর্যের সন্ধানে: মলয় বালার ভক্তিমূলক শিল্প'

কনসার্টে গাইতে না পারায় আর্টসেলের দুঃখ প্রকাশ

‘কাজলরেখা’র স্বত্ব নিলো মাছরাঙা

সালমান শাহ'র মৃত্যু হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ

বিলুপ্তির পথে যাত্রাপালা, চমকের আক্ষেপ