হোম > বিনোদন

৪ ঘণ্টা অজ্ঞান ছিলেন আমিশা

ডেস্ক রিপোর্ট

২০২৩ সালের ঘটনা । ‘গদর ২’ সিনেমা ৯০ দশকের মানুষের কাছে একটি নস্টালজিক অনুভূতি নিয়ে এসেছিল। বহু বছর পর সাকিনা ও তারা সিংয়ের সেই প্রেম দেখে খুশি হয়েছিলেন দর্শকরা। তবে এই আইকনিক ভূমিকায় অভিনয় করতে গিয়ে জীবন নিয়ে শঙ্কায় পড়ে যান বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল। কী হয়েছিল সেদিন সিনেমা সেটে, জানালেন অভিনেত্রী?

এক সাক্ষাৎকারে সম্প্রতি আমিশা বলেন, একটি সিনে আমাকে পানির মধ্যে কিছুক্ষণ থাকতে হবে। আমি পরিচালককে জিজ্ঞাসা করলাম পানি গরম আছে কিনা। তিনি বললেন পানি গরম থাকবে, আমি যেন টেনশন না করি। যখন শট দিতে যাই, দেখি পানি কনকনে ঠান্ডা।

পাতলা সালোয়ার-কামিজ পরা ছিলাম। যখন আমার ওপর পানি ঢালা হয়, রীতিমতো কাঁপছিলাম। বরফের মতো ঠান্ডা ছিল পানি। শুটিং শুরু হলো। আমার শারীরিক অবস্থা খুবই খারাপ হতে থাকে- বলছিলেন আমিশা।

অভিনেত্রী বলেন, শুট শেষ হওয়ার পর সহকর্মীরা আমাকে ব্র্যান্ডি দেন, পা ঘষে দেন। কিন্তু আমার শরীর ঠান্ডায় বরফের মতো জমে গেছে। আমি জ্ঞান হারিয়ে ফেলি। আমাকে তড়িঘড়ি মেকআপ ভ্যানে নিয়ে যাওয়া হয়। চার ঘণ্টা জ্ঞান ছিল না আমার। সবাই ভেবেছিলেন আমি বাঁচব না, মারা গেছি।

৪ ঘণ্টা পর যখন চোখ মেললাম, সবাই স্বস্তির নিশ্বাস ফেললেন। বুঝতে পারি ভীষণ টেনশনে ছিলেন তারা। এই চার ঘণ্টায় ঠিক কী হয়েছিল, আমার মনে নেই- বলেন আমিশা।

সানি দেওল প্রসঙ্গে নায়িকা বলেন, সানি স্যার আমাকে খুব সাহায্য করেছিলেন। ব্লাডপ্রেসার মেশিন এনে রক্তচাপ মাপেন, থার্মোমিটার দিয়ে তাপমাত্রা মাপেন। চিকিৎসক ডেকে আনেন।

প্রসঙ্গত, ‘গদর ২’ প্রায় ৫০০ কোটি রুপি আয় করে। শুধু আয়ের দিক থেকে নয়, জনপ্রিয়তায় সিনেমাটি এগিয়ে ছিল।

বিজয়ের মাসে লিজা’র ‘আমরা সবাই বাংলাদেশ’

বিজয় দিবসে মৌ-এর ‘ডাক্তার বাড়ি’

হাদির পক্ষে স্ট্যাটাস দেওয়ায় অভিনেত্রী চমককে হত্যার হুমকি

মারিয়া, ইমতু ও শাওনের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে

শিল্পকলায় দুইদিনব্যাপী বিজয় উৎসব

আবারো সিনেমায় মিম

বিক্রি হচ্ছে বিনোদন সংস্থা স্টুডিও ‘ওয়ার্নার ব্রাদার্স’, অনিশ্চয়তায় হলিউড

যাত্রী হয়ে 'বনলতা এক্সপ্রেস'-এ উঠলেন তারা

মুক্তপ্রাণ মানবিক কবি আবদুল হাই মাশরেকী ছিলেন ভূমিপুত্র

অনির্বাণে ইকবাল খন্দকারের অতিথি ফারুক আহমেদ