হোম > বিনোদন

কারিশমার সঙ্গে ব্রেকআপের পর আজও একা অক্ষয় খান্না

ঢাবি সংবাদদাতা

বলিউডে তার দীর্ঘদিনের ক্যারিয়ার। একাধিক সুপারহিট ছবি করেছেন। তবু আজ একা তিনি।

এ গল্পটি বলিউড অভিনেতা অক্ষয় খান্নার। বয়স ৫১ পার হলেও বিয়ের পিঁড়িতে বসেননি আজ্ও। একাধিকবার প্রেমের সম্পর্কে জড়িয়েছেন, কিন্তু ঘরবাঁধা হয়নি তার।

অক্ষয়ের প্রেমিকার তালিকায় ছিল রিয়া সেন ও ঐশ্বরিয়া রাইয়ের নাম। তবে বেশি আলোচনায় ছিল কারিশমা কাপুরের প্রেম। কারিশমার সঙ্গে তার সম্পর্ক নাকি বেশ গভীর ছিল।

জানা যায়, অজয় দেবগণের সঙ্গে ব্রেকের পর অক্ষয়ের সঙ্গে জড়ান কারিশমা। কারিশমার বাবা রণধীর কাপুরও নাকি মেয়ের বিয়ের প্রস্তাব দিয়েছিলেন অক্ষয়ের কাছে। কিন্তু তাতে বাদ সাধেন কারিশমার মা অভিনেত্রী ববিতা কাপুর।

ওই সময় কারিশমার ক্যারিয়ার তুঙ্গে। বিয়ের পর মেয়ে অভিনয় ছাড়তে বাধ্য হবেন— এই আশঙ্কায় ববিতা বিয়ের বিরুদ্ধে অবস্থান নেন। এতে অক্ষয়-কারিশমার প্রেমের ইতি ঘটে।

এরপর কারিশমা প্রেমে জড়ান অভিষেক বচ্চনের সঙ্গে। বাগদান পর্যন্ত সম্পর্ক গড়ালেও শেষ পর্যন্ত তাদের প্রেম ভেঙে যায়।

২০০৩ সালে কারিশমা বিয়ে করেন শিল্পপতি সঞ্জয় কাপুরকে। ২০১৬ সালে বিচ্ছেদ হয় এই দম্পতির। তাদের সংসারে রয়েছে দুই সন্তান।

এদিকে একাধিকবার প্রেমে জড়ালেও আজও অবিবাহিত অক্ষয় খান্না।

যেমন করে সময় কাটছে শবনমের

নেপালে পুরস্কৃত গণ অর্থায়নে নির্মিত ‘সাঁতাও’

‘ঝামেলায়’ কবীর সুমন, সাথে আছেন আসিফ আকবর

তিন দশকের ফ্রেমে তিশা-ফারুকীর গল্প

আগামীকাল মঞ্চস্থ হবে যাত্রাপালা ‘প্রেমের সমাধি তীরে’

'সবাই আমাকে একটু বেশি শত্রু ভাবে'

আসছে শারমিন কেয়ার দুই মৌলিক গান

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন, অব্যাহতি চান খিজির হায়াত

মোশাররফ করিম-নীলার নতুন নাটক

ইতিবাচক সাড়া ফেলেছে ‘সম্পর্কের গল্প’