হোম > বিনোদন

সোলজারের ঝলক দেখালেন তিশা

বিনোদন রিপোর্টার

চারদিকে সাদা-কালো দাবার ঘুঁটি। মাঝে দাঁড়িয়ে আছেন অভিনেত্রী তানজিন তিশা। তার এক হাতে ডিজিটাল ক্যামেরা। নিচের দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছেন তিনি। ‘সোলজার’ চলচ্চিত্রের নতুন পোস্টারে এভাবেই পাওয়া গেল তাকে। এতে প্রথমবার ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন এই তারকা। নতুন পোস্টারটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে তানজিন তিশা লিখেছেন, ‘আপনার সৈনিক আপনার সেবায়’!

দেশপ্রেমের গল্প নিয়ে ‘সোলজার’ নির্মাণ করছেন ছোটপর্দার নির্মাতা সাকিব ফাহাদ। এটাই তার পরিচালিত প্রথম চলচ্চিত্র। এতে থাকছে নতুন বাংলাদেশের সেই সাহসী প্রজন্মের গল্প; যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, অধিকার আদায়ে সোচ্চার হয় ও দেশের জন্য কিছু করতে চায়।

শাকিব খান অভিনীত একজন সরকারি কর্মকর্তার চরিত্রে পাওয়া যাবে সংগ্রামী সাধারণ নাগরিকের প্রতিচ্ছবি, যে দেশের জন্য লড়াই করে। ছবিটির প্রথম ঝলকের ভিডিওতে গালভর্তি দাড়ি ও মুখে জখম নিয়ে ওপরে তাকিয়ে চিৎকার করতে দেখা যায় তাকে। ভিডিওর সব শেষে তিনি প্রশ্ন করেছেন, ‘তোমার জন্য দেশ, নাকি দেশের জন্য তুমি?’ এরপর ‘সোলজার’-এর প্রথম অফিসিয়াল পোস্টারে ক্লিন শেভ লুকে গোঁফে হাজির হয়েছেন তিনি। ‘সোলজার’ ছবির আরেক নায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশী। এতে আরো অভিনয় করছেন তৌকীর আহমেদ ও তারিক আনাম খান। চলতি বছরের শেষে অথবা আগামী বছর দুই ঈদের মধ্যবর্তী কোনো সময়ে ‘সোলজার’ মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এতে অর্থলগ্নি করেছে ‘হাওয়া’, ‘মনপুরা’সহ বেশ কিছু ব্যবসাসফল ছবির প্রযোজনা প্রতিষ্ঠান সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড।

শাকিব খানের শুটিং স্পটে ভূমিকম্পের আতঙ্ক

বুবলী’র জন্মদিন এবার বৃদ্ধাশ্রমে

আলিয়ঁস ফ্রঁসেজ চলছে একক মিনিয়েচার চিত্র প্রদর্শনী

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের টানে ঢাকায় আতিফ আসলাম

নাজনীন নীহার ‘অ্যারেঞ্জ ম্যারেজ’

এক মঞ্চে কাভিশ, শিরোনামহীন ও মেঘদল

লুইপা-চমকের নতুন চমক

১২ গীতিকবিকে নিয়ে মানজুরের বই ‘গীতিজীবন’

শাকিবের ‘প্রিন্সেস’তাসনিয়া ফারিণ

মেহজাবীনের বিরুদ্ধে মামলা করা কে এই আমিরুল?