হোম > বিনোদন

গাজার শিশুদের বাঁচাতে পোপের প্রতি আহ্বান ম্যাডোনার

বিনোদন রিপোর্টার

দেড় বছরেরও বেশি সময় ধরে ইসরায়েলের হামলায় ভয়াবহ মানবিক বিপর্যয়ে পড়েছে গাজা। বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সেখানকার শিশুরা। আর শিশুদের এই কষ্ট সহ্য করতে পারছেন না মার্কিন পপ তারকা ম্যাডোনা। তাই তিনি খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ লিওকে গাজায় গিয়ে মানবিক সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে এক আবেগঘন পোস্টে তিনি এই অনুরোধ জানান।

শৈশব থেকে রোমান ক্যাথলিক পরিবেশে বেড়ে ওঠা ম্যাডোনা গত সোমবার একটি পোস্ট দেন। তাতে ম্যাডোনা পোপকে উদ্দেশ্য করে লেখেন, ‘দয়া করে গাজায় যান এবং অনেক দেরি হয়ে যাওয়ার আগেই আপনার শিশুদের কাছে আলো পৌঁছে দিন।

পোপ লিওর উদ্দেশ্যে এই পপতারকা বলেন, ‘একজন মা হিসেবে তাদের কষ্ট দেখে আমি সহ্য করতে পারছি না। এই শিশুরা আমাদের সবার। আমাদের মধ্যে একমাত্র আপনিই একজন, যাকে গাজায় প্রবেশে বাধা দেওয়া যাবে না। এই নিষ্পাপ শিশুদের বাঁচাতে আমাদের মানবিক দরজাগুলো সম্পূর্ণরূপে খুলে দেওয়া দরকার।’

তিনি আরও যোগ করেন, ‘এই নিষ্পাপ শিশুদের বাঁচাতে মানবিকতার দুয়ার এখনই পুরোপুরি খুলে দিতে হবে। আর সময় নেই। দয়া করে সফর নিশ্চিত করুন।’

দায়িত্ব নেওয়ার পর থেকেই পোপ লিও ফিলিস্তিনিদের সমর্থন করে বিবৃতি দিয়ে যাচ্ছেন। সে কারণেই হয়তো পপ রানি ভরসা করে জানালেন এমন আহ্বান। এ জন্য বেছে নিলেন ছেলে জন্মদিন।

নিজের সন্তান রক্কো'র জন্মদিন উপলক্ষ্যে পোস্টটি প্রকাশ করেন ম্যাডোনা। তিনি বলেন, 'আমার সন্তানের জন্য জন্মদিনের সেরা উপহার হবে যদি সবাই নিজ নিজ অবস্থান থেকে গাজায় (হামাস-ইসরায়েলের) ক্রসফায়ারের মধ্যে পড়ে যাওয়া নিষ্পাপ শিশুদেরকে বাঁচাতে এগিয়ে আসেন।'

প্রসঙ্গত, প্রায় দুই বছর ধরে গাজায় আগ্রাসন চলছে। সেখানে কয়েক মাস ধরে অবরোধ জারি করে রাখার কারণে তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে। শিশুরা অনাহার এবং অপুষ্টিতে প্রাণ হারাচ্ছে। সম্প্রতি গাজায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়া হলেও তা প্রয়োজনের তুলনায় সামান্য।

যেমন করে সময় কাটছে শবনমের

নেপালে পুরস্কৃত গণ অর্থায়নে নির্মিত ‘সাঁতাও’

‘ঝামেলায়’ কবীর সুমন, সাথে আছেন আসিফ আকবর

তিন দশকের ফ্রেমে তিশা-ফারুকীর গল্প

আগামীকাল মঞ্চস্থ হবে যাত্রাপালা ‘প্রেমের সমাধি তীরে’

'সবাই আমাকে একটু বেশি শত্রু ভাবে'

আসছে শারমিন কেয়ার দুই মৌলিক গান

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন, অব্যাহতি চান খিজির হায়াত

মোশাররফ করিম-নীলার নতুন নাটক

ইতিবাচক সাড়া ফেলেছে ‘সম্পর্কের গল্প’