হোম > বিনোদন > তারকা সংবাদ

এফডিসিতে শেষ শ্রদ্ধা, দাফন উত্তরায়

ইলিয়াস জাভেদ

বিনোদন রিপোর্টার

দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে মারা গেছেন সোনালী যুগের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস জাভেদ। ৮২ বছর বয়সে আজ বুধবার, ২১ জানুয়ারি, সকাল ১১টায় রাজধানীর উত্তরার একটি হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহামান।

তিনি আরো জানান, কিংবদন্তি চিত্রনায়ক ও নৃত্যশিল্পী ইলিয়াস জাভেদের মরদেহ শেষবারের মতো নেয়া হবে তার দীর্ঘদিনের কর্মস্থল বিএফডিসিতে। এখানে বাদ আসর অনুষ্ঠিত হবে তার নামাজে জানাজা। তারপর উত্তরার ১২ নম্বর সেক্টর বড় মসজিদের পাশের মসজিদ তাকে দাফন করা হবে।

কিংবদন্তি এই নায়ক দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। এছাড়া হার্টের সমস্যাও ছিল তার। এর আগে দুইবার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। বর্ষিয়ান এই অভিনেতার মৃত্যুতে শোক নেমে এসেছে চলচ্চিত্রাঙ্গনসহ সংস্কৃতির আঙিনায়।

১৯৬৪ সালে উর্দু ছবি 'নয়ি জিন্দেগি' দিয়ে নায়ক হিসেবে অভিষেক হয় জাভেদের। তবে ১৯৬৬ সালে 'পায়েল' সিনেমার পর দর্শকপ্রিয়তা বাড়তে থাকে এই নায়কের। এই সিনেমায় তার নায়িকা ছিলেন শাবানা। এরপর প্রায় ২০০ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। নব্বই দশক পর্যন্ত তিনি সিনেমায় সুবর্ণ সময় কাটিয়েছেন।

এছাড়া তিনি ছিলেন একজন নৃত্য পরিচালকও। তার আসল নাম রাজা মোহাম্মদ ইলিয়াস। নৃত্য পরিচালনা দিয়ে চলচ্চিত্র জগতে অভিষেক ঘটলেও পরবর্তিতে নায়ক হিসেবে প্রধান চরিত্রে অভিনয় করেন শতাধিক চলচ্চিত্রে। তিনি তার অনেক কাজের মধ্যে ‘নিশান’ চলচ্চিত্রের জন্য বেশি পরিচিত।
জাভেদ ১৯৪৪ সালে ব্রিটিশ ভারতের পেশাওয়ারে জন্মগ্রহণ করেন। পরে তিনি স্বপরিবারে সেখান থেকে পাঞ্জাবে চলে আসেন। ব‍্যক্তি জীবনে তিনি ১৯৮৪ সালে চিত্রনায়িকা ডলি চৌধুরীকে বিয়ে করেন।

পাকিস্তান থেকে যেভাবে বাংলার নায়ক হয়েছিলেন জাভেদ

‘শান্তিতে ঘুমাও বন্ধু, তোমাকে আমি কখনো ভুলব না’

ইলিয়াস কাঞ্চনের ফেরার প্রত্যাশায় তারকারা

যেমন করে সময় কাটছে শবনমের

তিন দশকের ফ্রেমে তিশা-ফারুকীর গল্প

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন, অব্যাহতি চান খিজির হায়াত

দুর্নীতির অভিযোগে মমতাজের চার বাড়ি ও প্লট জব্দের নির্দেশ

শিবা শানু ও আব্দুল্লাহ রানার ব্যবসায়িক দ্বন্দ্ব

মারা গেছেন ‘সীমানা পেরিয়ে’-এর নায়িকা জয়শ্রী কবির

পরীমনির থেকে মুক্তি চান আসিফ