দীর্ঘদিন পর বাংলাদেশ টেলিভিশনে শুরু হচ্ছে বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘অভিনন্দন’। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন জনপ্রিয় উপস্থাপক রশীদ সাগর। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
‘অভিনন্দন’ আগামীকাল, ৩০ জানুয়ারি, রাত ৯টায় বিটিভিতে প্রচার হবে। এদিন প্রথম পর্ব প্রচারের মধ্য দিয়ে শুরু হচ্ছে বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘অভিনন্দন’-এর শুভযাত্রা।
দীর্ঘদিন পর এ ধরনের একটি অনুষ্ঠান দর্শকদের পূর্ণ বিনোদন দিতে পারবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে মনির খান, শফি মন্ডল, শাহনাজ বেলী ও ডলি মন্ডলের কণ্ঠে থাকছে সংগীত পরিবেশনা।
৩৬ জুলাইকে উপজীব্য করে রচিত পুঁথি পাঠ করেছেন আরিফ দেওয়ান। এছাড়াও অভিনয়-শিল্প-সাহিত্যে অসামান্য অবদানের জন্য এতে অভিনন্দন জানানো হবে বরেণ্য শিল্পী আবুল হায়াতকে।
রশীদ সাগরের গবেষণা ও উপস্থাপনায় অনুষ্ঠানটি গ্রন্থনা করেছেন কমল সরকার, সমন্বয় করেছেন ইদ্রিস নিয়াজ এবং প্রযোজনা করেছেন ইয়াসির আরাফাত।
দীর্ঘদিন নতুন আঙ্গিকে অনুষ্ঠান টি দর্শকরা উপভোগ করবে সবার প্রত্যাশা।