হোম > ফিচার > ক্যাম্পাস

২৫ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে বাকৃবিতে জাতীয় ভাষা উৎসব শুরু

প্রতিনিধি, বাকৃবি

ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) তৃতীয়বারের মতো শুরু হয়েছে দুই দিনব্যাপী জাতীয় ভাষা উৎসব-২০২৫।

শুক্রবার টিএসসি মিনি কনফারেন্স কক্ষে ‘বিভিন্ন ভাষায় দক্ষতা যাচাই প্রতিযোগিতা ও বর্ণকুঞ্জ’ উদ্বোধনের মধ্য দিয়ে উৎসবের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি আয়োজন করেছে বাকৃবি ল্যাঙ্গুয়েজ ক্লাব। এ বছর দেশের ২৫টি বিশ্ববিদ্যালয় থেকে সাড়ে তিন শতাধিক শিক্ষার্থী অংশ নিয়েছেন।

উদ্বোধনী পর্ব শেষে কৃষি অনুষদের গ্যালারিতে ভাষাগত দক্ষতা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতায় ছয়টি ভাষার ওপর ১০টি বিভাগ (সাহিত্য উৎসব প্রথম ও দ্বিতীয় পর্ব, ব্যাকরণ ব্যঞ্জন, জার্মানি, জাপানিজ, স্প্যানিশ, আরবি, বাংলা ও ইংরেজি ভাষা, কানেকটেড ডট, ফিকশন ফিউশন) থেকে বিজয়ী মোট ২৫ জনকে পুরস্কৃত করা হবে। পুরস্কার হিসেবে থাকছে মেডেল, সার্টিফিকেট, টি-শার্ট এবং চল্লিশ হাজার টাকা।

শনিবার বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে আলোচনা পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। আলোচনা পর্বে বাংলা সাহিত্যের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন জনপ্রিয় লেখক সাদাত হোসাইন, শৈল্পিকভাবে কথা বলার কৌশল বিষয়ে আলোচনা করবেন মৌসুমি মৌ এবং ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের কলাকৌশল নিয়ে আলোচনা করবেন জয় চৌধুরী। এ ছাড়া বিভিন্ন বিষয়ের আরো অতিথি বক্তব্য দেবেন।

এ বিষয়ে বাকৃবি ল্যাঙ্গুয়েজ ক্লাবের সাধারণ সম্পাদক মোস্তফা মাহাবুব রাফি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ভাষা বিষয়ে আগ্রহ চমকপ্রদ। তাদের ভাষাগত দক্ষতা যাচাই এবং যোগাযোগ দক্ষতা উন্নয়নের উদ্দেশ্যে এ আয়োজন। যেখানে সবাই বিভিন্ন দেশের ভাষা নিয়ে চর্চা করতে পারে। এই ভাষা উৎসবে দেশের ২৫টি বিশ্ববিদ্যালয় থেকে সাড়ে তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। আর্ট, সাহিত্য ও সংস্কৃতির ওপর একটি মেলার আয়োজন করা হয়েছে, যেখানে শিক্ষার্থীরা প্রযুক্তির বাইরে পুরনো সংস্কৃতির ভিন্ন স্বাদ নিতে পারবেন।

ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

জাবিয়ান ক্লাবের প্রথম সভা অনুষ্ঠিত

জাবিতে ছাত্রশিবিরের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

বেগম খালেদা জিয়া সকলের হৃদয়ের অন্তঃস্থলে স্থান করে নিয়েছেন: জবি উপাচার্য

জাহাঙ্গীরনর বিশ্ববিদ্যালয়ে প্রজাপতি মেলায় সচেতনতার বার্তা

মেডিকেল টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের কাজে ফেরার নির্দেশ, না মানলে ব্যবস্থা

চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার, মিলল চিরকুট

আবারো পেছালো জকসু নির্বাচন

ডেঙ্গুতে সারা দেশে আরো ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৫

দুই লাখ ছাড়ালো রাবিতে ভর্তি পরীক্ষার আবেদন