হোম > ফিচার > সাহিত্য সাময়িকী

শেষ সময়ে চিরচেনা রূপে একুশে বইমেলা

এমরানা আহমেদ

প্রায় শেষপর্যায়ে রয়েছে মাসব্যাপী অমর একুশে বইমেলা। শেষ সময়ে বইমেলার চিরচেনা রূপ যেন ফিরেছে। বইয়ের স্টলগুলোর প্রত্যেকটিই বেচাকেনায় ব্যস্ত সময় পার করছে। মেলা প্রাঙ্গণে এখন দর্শনার্থীদের চেয়ে প্রকৃত বইপ্রেমীর সংখ্যাই বেশি। অধিকাংশ প্রকাশনী থেকেই তাদের বেশিরভাগ নতুন বই প্রকাশিত হয়ে গেছে। যেসব বই আসা বাকি ছিল, সেগুলোও ‍প্রায় পুরোপুরি চলে এসেছে। স্টলগুলো চাহিবামাত্র পাঠকদের বই দিতে প্রস্তুত এখন।

গতকাল শনিবারও একুশের আবহ মেলায় লক্ষ করা গেছে। মেলায় আগতদের অধিকাংশেরই সাজসজ্জা-পোশাকপরিচ্ছদে একুশ ফুটে উঠেছিল। গতকাল রাজধানীতে ছিল অসহনীয় যানজট। এর প্রভাব গিয়ে পড়ে একুশের বইমেলায়ও। সেই কারণে বইমেলায় আসতে আগতদের বেশ বেগ পেতে হয়। এত ভোগান্তির পরও মেলায় আসতে পেরে খুশি ছিলেন তারা।

বাংলা একাডেমির তথ্যকেন্দ্রে নতুন বই জমা পড়ে ১৪৪টি। এ নিয়ে গত ২২ দিনে মোট দুই হাজার ৩৫৬টি বই জমা পড়েছে। সরেজমিনে আমার দেশের সঙ্গে আলাপচারিতায় মেলায় আগত বেশ কয়েকজন পাঠক-দর্শনার্থী জানান, একুশের চেতনায় উদ্ভাসিত এ মেলার মাধ্যমে প্রসারিত হবে জ্ঞানের আলো, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে যাবে একুশের মূল্যবোধÑ এমনটাই প্রত্যাশা সবার।

এ বছর বিশিষ্ট কথাসাহিত্যিক রশীদ করীমের জন্মশতবর্ষ। তার দুটি উপন্যাস ও ছোটগল্প, প্রবন্ধ, স্মারক বক্তৃতাসহ বিভিন্ন রচনা নিয়ে রশীদ করীম অমনিবাস প্রকাশ করেছে সাহিত্য প্রকাশ। এটি সম্পাদনা করেছেন প্রাবন্ধিক মফিদুল হক। দিব্যপ্রকাশ এনেছে কবি হেলাল হাফিজের কবিতা সমগ্র। অন্যপ্রকাশ এনেছে সজল আশফাকের গল্প ইলিশ ইলিউশনস, ঐতিহ্য এনেছে শামিমা সুলতানার গবেষণা মধ্যযুগের বাংলা সাহিত্য নানা প্রসঙ্গ, পাঞ্জেরী এনেছে দন্তস্য রওশনের ছোটদের অণুকাব্য। এ ছাড়া মেজর (অব.) হাফিজ উদ্দিন বীরবিক্রমের সৈনিক জীবন : গৌরবের একাত্তর রক্তাক্ত পঁচাত্তর, মহিউদ্দিন আহমদের বিএনপি সময়-অসময়, মোস্তাক শরিফের কিশোর উপন্যাস তুমি রবে নীরবে, মশিউল আলমের উপন্যাস দ্বিতীয় খুনের কাহিনী, বিজ্ঞানবিষয়ক বই আবুল বাশার অনূদিত স্টিফেন হকিংয়ের বড় প্রশ্ন ছোট উত্তর বইগুলোর কাটতি ভালো ছিল।

কমিকসের স্টলে দেখা যায় ভিড়। তরুণদের কাছে জনপ্রিয় মাঙ্গা কমিকসের প্রকাশনী সোর্সের মহাব্যবস্থাপক নয়ন বলেন, ‘বিকালের পর থেকে স্টলে ভিড় বাড়ছে। বলতে পারি, আজকে বিকাল থেকে ৩০০-৪০০ বই বিক্রি করেছি আমরা। এতদিন যা হয়নি, এখন সেই প্রত্যাশা নিয়েই সবাই প্রস্তুত। বিক্রিও হচ্ছে ভালো।’

সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে সবকটি স্টলেই ক্রেতাদের ভিড় লক্ষ করা গেছে। প্যাভিলিয়নে ভিড় ও বিক্রি ছিল তুলনামূলক বেশি। যারাই এসেছে প্রায় সবার হাতেই ছিল কোনো না কোনো বই। মেলার শেষ সময়ে পাঠকের জন্য সবচেয়ে আনন্দের বিষয় হয়ে উঠছে স্টলে স্টলে লেখকদের উপস্থিতি। অনেক স্টল ও প্যাভিলিয়নের ছিল প্রিয় লেখকের অটোগ্রাফ নিতে পাঠকদের দীর্ঘ লাইন। অনেকেই প্রিয় লেখকের সঙ্গে ছবি তোলার সুযোগ পেয়ে বেশ প্রফুল্ল ছিলেন।

সরেজমিনে গিয়ে শিশুচত্বর বেশ সরব দেখা গেছে। বিকালের পর থেকে শিশুচত্বরের প্রতিটি স্টলে ভিড় দেখা গেছে। ছোট্ট রিমু মেলায় তার বাবা-মায়ের সঙ্গে প্রথম এসেছে। বিভিন্ন স্টলে গিয়ে ছবির বই খুঁজছে সে। তার এই আনন্দ দেখে বাবা নিহান ইউসূফ বলেন, ‘মেলায় এসে এ রকম খোলা পরিবেশ, নানান বই দেখে ওদের আনন্দে আমরাও আনন্দিত হচ্ছি।’

আগামী প্রকাশনীর মালিক ওসমান গণি বলেন, ‘আমাদের প্রকাশনা শিল্প বিকাশে অমর একুশে গ্রন্থমেলা বড় ভূমিকা রেখেছে। আমরা চাইব, এই মেলা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়।’

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কুবিতে দোয়া

নোবিপ্রবিতে নিজদলের কর্মীকে হত্যার হুমকি দিলেন ছাত্রদল সভাপতি

ববিতে আপত্তিকর কাজে বাধ্য করে রাতভর র‌্যাগিংয়ের অভিযোগ

জবি শিক্ষক সমিতির উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দু’আ মাহফিল

নোবিপ্রবির এলাকায় বালু উত্তোলন, ঝুঁকিতে স্থাপনা

১৩ দফা দাবিতে নোবিপ্রবি শিবিরের স্মারকলিপি প্রদান

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঢাবি প্রশাসনের দোয়া মাহফিল

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৩৬

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঢাবি ছাত্রদলের দোয়া মাহফিল

সদ্য সমাপ্ত নতুন কুঁড়ি প্রতিযোগিতা : বহুমাত্রিক বিশ্লেষণ ও মূল্যায়ন