হোম > ফিচার > সাহিত্য সাময়িকী

শেষ হলো মাসব্যাপী অমর একুশে বইমেলা

এমরানা আহমেদ

পর্দা নামল লেখক, প্রকাশক ও পাঠকদের মাসব্যাপী অমর একুশে বইমেলার। সেই সঙ্গে ভাঙল লেখক, পাঠক আর প্রকাশকদের মিলনমেলা।

গতকাল শুক্রবার শেষ দিন মেলা প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, কেউ কেউ ক্যাটালগ দেখে সংগ্রহ করে নিচ্ছেন পছন্দের বই। বিক্রি হচ্ছে অনেক নতুন লেখকের বইও। বেচাকেনা আশানুরূপ না হওয়ায় প্রকাশকদের মুখে হাসি নেই। তবে প্রতিটি স্টলেই ব্যস্ত সময় পার করতে দেখা যায় পাঠক, লেখক ও প্রকাশকদের। সবার অবস্থাই মোটামুটি একই রকম।

বাংলা একাডেমির তথ্য কেন্দ্রে শেষ দিনে নতুন বই জমা পড়ে ৩৩৫টি। ২৮ দিনে মোট বই জমা পড়ে তিন হাজার ২৯৯টি। গতকাল বিকাল ৫টায় বাংলা একাডেমির সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৭ দিনে মেলায় বাংলা একাডেমির বই বিক্রি হয় মোট ৬১ লাখ ৬৫ হাজার ৫৯৩ টাকার।

এদিকে মেলার শেষ দিনও চাপা ক্ষোভ দেখা গেছে সোহরাওয়ার্দী উদ্যানের স্টলের অবহেলা নিয়ে। এ প্রসঙ্গে লেখক ও গবেষক কাজল রশীদ শাহীন বলেন, মেলাকে ঘিরে আয়োজক কর্তৃপক্ষের বাণিজ্য কিন্তু কম হয় না। কিন্তু মান ও সেবা উন্নতকরণে তাদের কোনো আন্তরিক প্রচেষ্টা দৃশ্যমান নয়। মেলা হবে সব মানুষের মিলিত হওয়ার আরামদায়ক একটা জায়গা। অথচ মেলার চরিত্রের ভেতর আমরা মানুষের ভোগান্তি-অস্বস্তি ও কষ্টকে অনিবার্য করে তুলেছি। এত ত্যাগের পর বইমেলা আমাদের হতাশ করেছে।

কথাপ্রকাশের প্রকাশক জসিম বলেন, এবারের বইমেলায় দর্শনার্থীর ভিড় থাকলেও প্রকৃত বইপ্রেমী পাঠক কম এসেছে। কেউ কেউ বই দেখে চলে গেছে। কিন্তু আমাদের বই নির্বাচিত, পাঠকও তেমন। ফলে আমাদের আগ্রহ সারা বছর। তাই মেলা নিয়ে খুব আশাবাদী ছিলাম না।

গীতিকার শহীদুল্লাহ ফরায়জী বলেন, জুলাই গণঅভ্যুত্থান বইমেলায় আমাদের নতুন দরজা খুলে দিয়েছে।

বইমেলার সমাপনী অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, যারা তরুণ তাদের বাংলা একাডেমির সঙ্গে সংযোগ নেই। এখানে শুধু প্রবীণদের পদচারণা। আমরা এটা বদলাতে চাই। আমরা মনে করি বাংলা একাডেমির সংস্কার প্রয়োজন। এতে লেখক, গবেষক ও গুণীজনরা কাজ করবেন। গুণীজন হিসেবে প্রবীণদের সঙ্গে তরুণ লেখকরাও যুক্ত হবেন।

সমাপনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মফিদুর রহমান। প্রতিবেদন উপস্থাপন করেন এ বছরের বইমেলার সদস্য সচিব সরকার আমিন।

এবার বাংলা একাডেমি পুরস্কার পাওয়া শিক্ষক ও অনুবাদক জি এইচ হাবীব বলেন, কেবল বইমেলায় বই প্রকাশ না করে আমাদের সারা বছর বই প্রকাশ করা উচিত।

অনুষ্ঠানে কবি জসীমউদ্‌দীন সাহিত্য পুরস্কার ২০২৫, সৈয়দ ওয়ালীউল্লাহ্ সাহিত্য পুরস্কার ২০২৪, চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার, মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার, রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার এবং শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার দেওয়া হয়।

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কুবিতে দোয়া

নোবিপ্রবিতে নিজদলের কর্মীকে হত্যার হুমকি দিলেন ছাত্রদল সভাপতি

ববিতে আপত্তিকর কাজে বাধ্য করে রাতভর র‌্যাগিংয়ের অভিযোগ

জবি শিক্ষক সমিতির উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দু’আ মাহফিল

নোবিপ্রবির এলাকায় বালু উত্তোলন, ঝুঁকিতে স্থাপনা

১৩ দফা দাবিতে নোবিপ্রবি শিবিরের স্মারকলিপি প্রদান

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঢাবি প্রশাসনের দোয়া মাহফিল

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৩৬

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঢাবি ছাত্রদলের দোয়া মাহফিল

সদ্য সমাপ্ত নতুন কুঁড়ি প্রতিযোগিতা : বহুমাত্রিক বিশ্লেষণ ও মূল্যায়ন