জকসু নির্বাচন
আসন্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন–২০২৫ সামনে রেখে ক্যাম্পাসে শৃঙ্খলা বজায় রাখা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে সবধরনের ব্যানার, পোস্টার ও ফেস্টুন অপসারণের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন–২০২৫ উপলক্ষে শৃঙ্খলা নিশ্চিতকরণ ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ক্রিয়াশীল ছাত্র সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক ও ছাত্রকল্যাণ সংশ্লিষ্ট সংগঠনগুলোর ঝুলানো বা সাঁটানো ব্যানার, পোস্টার ও ফেস্টুন ১৪ নভেম্বর সকাল ১০টার মধ্যে নিজ দায়িত্বে সরিয়ে ফেলতে হবে।
এর আগে, বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন ১২ নভেম্বর জকসু ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী, আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে জকসু নির্বাচন।
এসআর