হোম > ফিচার > ক্যাম্পাস

বর্ণাঢ্য আয়োজনে সুবিপ্রবি’র প্রথম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

সিলেট ব্যুরো

উৎসবমুখর পরিবেশে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) ১ম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত হয়েছে।

সোমবার শান্তিগঞ্জের অস্থায়ী ক্যাম্পাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন উড়ানো, শান্তির প্রতীক পায়রা অবমুক্তকরণ ও বর্ণাঢ্য আনন্দ র‌্যালির মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়।

র‌্যালিটি সুবিপ্রবির অস্থায়ী ক্যাম্পাস থেকে শুরু হয়ে শান্তিগঞ্জের ঝিলমিল অডিটোরিয়ামে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুবিপ্রবির উপাচার্য এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য (খণ্ডকালীন) অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.এম. সারওয়ার উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম, সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, সুবিপ্রবির ডিন ড. হারুনুর রশিদ,সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মো. ইলিয়াস মিয়া এবং পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক শান্তা রানি সাহা ও সাইদুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় মানেই গবেষণার ক্ষেত্র। স্কুল ও কলেজে যেখানে পাঠ্যবই নির্ভর শিক্ষা হয়, সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রায় ৬০ ভাগ গবেষণাধর্মী। রিসার্চের মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি ও উদ্ভাবনের সুযোগ তৈরি হয়। তাঁরা আরও বলেন, “বাংলাদেশে গবেষণার পরিকাঠামো সীমিত হলেও বিদ্যমান সুযোগগুলোকে সর্বোচ্চভাবে কাজে লাগাতে হবে।”

শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি থেকে দূরে থাকার আহ্বান জানান। তাঁরা বলেন, “একসময় দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের হাতে অস্ত্র তুলে দেওয়া হতো, তখন প্রতিটি ক্যাম্পাস যেন একেকটি ক্যান্টনমেন্ট ছিল। আমরা চাই নতুন প্রজন্ম জ্ঞান, গবেষণা ও সৃজনশীলতার মাধ্যমে জাতি পরিচালনায় নেতৃত্ব দিক।”

বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, নবীন এই বিশ্ববিদ্যালয় সুবিপ্রবি অচিরেই অবহেলিত সুনামগঞ্জ জেলার শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সুবিপ্রবির প্রক্টর অধ্যাপক ড. শেখ আব্দুল লতিফ, রেজিস্ট্রার প্রকৌশলী সারফুদ্দিন, সিন্ডিকেট সদস্য আনছার উদ্দিন, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, পূবালী ও সোনালী ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভার শেষে অনুষ্ঠানের আহ্বায়ক ও সুবিপ্রবির প্রক্টর অধ্যাপক ড. শেখ আব্দুল লতিফ বিশ্ববিদ্যালয় দিবসের সমাপ্তি ঘোষণা করেন।

রাকসুর নবনির্বাচিত প্রতিনিধিদের প্রথম সভা অনুষ্ঠিত

জকসু নির্বাচনের তফসিল ঘোষণা আজ

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সাংবাদিক সমিতির সভাপতি ছামির, সম্পাদক মেহেদী

ডিসেম্বরে প্রথম সপ্তাহে জকসু নির্বাচন চায় ছাত্র অধিকার পরিষদ

বুয়েটের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ

ঢাবি শিক্ষক মোনামীর বিরুদ্ধে সাইবার বুলিংয়ের প্রতিবাদ বিভিন্ন সংগঠনের

স্বৈরাচারের দোসরদের বিরুদ্ধে ছাত্রসংগঠনগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

জকসু নির্বাচনের তফসিল ঘোষণা বুধবার

অচেনা এলাকায় ঘোরাঘুরি আরো সহজ করবে গুগল ম্যাপ

‘শ্বাসকষ্টের রোগ শহরে বেশি গ্রামের তুলনায়’