হোম > ফিচার > ক্যাম্পাস

এবার ঢাবির জহুরুল হক হলে ধূমপান-মাদক সেবন নিষিদ্ধ

প্রতিনিধি, ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে প্রকাশ্যে ধূমপান ও মাদক সেবনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে হল প্রশাসন। প্রকাশ্যে ধূমপানরত অবস্থায় ধরা পড়লে প্রচলিত আইন অনুযায়ী সর্বনিম্ন ৫০ থেকে ৩০০ টাকা জরিমানা এবং মাদক সেবন বা সংরক্ষণের প্রমাণ মিললে অভিভাবক ডেকে বহিষ্কার করা হবে বলে জানানো হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) প্রাধ্যক্ষের দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হল প্রাঙ্গণে প্রকাশ্যে ধূমপান করতে দেখা গেলে দেশের প্রচলিত আইন অনুযায়ী সর্বনিম্ন ৫০ টাকা থেকে সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। এছাড়া ইয়াবা, গাঁজা, হেরোইনসহ যে কোনো প্রকার মাদকদ্রব্য সেবন বা সংরক্ষণের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে অভিভাবকের উপস্থিতিতে হল থেকে বহিষ্কার করা হবে।

সকল শিক্ষার্থীকে সেই নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়ে বিজ্ঞপ্তিতে।

এর আগে গত জুনে ঢাবির স্যার এ এফ রহমান হলে একই ধরনের উদ্যোগ নেন হলটির প্রাধ্যক্ষ কাজী মাহফুজুল হক সুপণ।

তিনি রাষ্ট্রীয় আইন অনুযায়ী হলে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ ঘোষণা করেন এবং ধরা পড়লে ২০০ টাকা জরিমানার কথা জানান। পাশাপাশি মাদক সেবনের প্রমাণ মিললে সংশ্লিষ্ট শিক্ষার্থীর অভিভাবককে ডেকে এনে তাকে চিকিৎসা দিয়ে ফের পাঠানোর আহ্বান জানান।

রাবি শিক্ষকের হিজাব নিয়ে কটাক্ষের প্রতিবাদে চবিতে মানববন্ধন

ঢাবির তিন শিক্ষার্থীর কোরআন অবমাননা, প্রশাসন নিরব!

জাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি শামসুল, সম্পাদক জামাল

কুবিতে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলায় জড়িতদের তথ্য চেয়ে বিজ্ঞপ্তি

অহংকার ও জুলুমের কারণেই খুনি হাসিনার পতন হয়েছে: ছাত্রশিবির সভাপতি

২০০ শিক্ষার্থীকে মেরিট অ্যাওয়ার্ড দিল জবি ছাত্রশিবির

উদ্যোক্তাদের জন্য লাইসেন্স প্রক্রিয়া সহজ করা জরুরি: নোবিপ্রবি উপাচার্য

ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু, শনাক্ত ১০৪১

ওয়াইফাই কানেকশনের নিরাপত্তা নিয়ে কতটা সচেতন

শিবিরের শুভেচ্ছাবার্তার বিপরীতে ছাত্রদলের আক্রমণাত্মক স্লোগান