হোম > ফিচার > ক্যাম্পাস

ঢাবির জরাজীর্ণ মেডিকেল সেন্টার আধুনিকায়নে কাজ শুরু

প্রতিনিধি, ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারের আধুনিকায়ন ও জরুরি চিকিৎসা সেবা জোরদার করতে প্রায় ২ কোটি ৭৫ লাখ টাকার চলমান প্রকল্পের কাজ শুরু হয়েছে। প্রকল্পের অগ্রগতির অংশ হিসেবে ইতোমধ্যে আধুনিক অ্যাম্বুলেন্স, এক্স-রে মেশিন, ইসিজি মেশিন, এনালাইজার, হাসপাতাল বেডসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম ও আসবাবপত্র প্রদান করা হয়েছে। এছাড়া মেডিকেল সেন্টারের নিচতলায় নতুন ইমার্জেন্সি ইউনিট স্থাপন সম্পন্ন হয়েছে।

সোমবার সকালে এই আধুনিকায়ন প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. সেলিম রেজা, অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাকিলা নার্গিস খান, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহা. আব্দুল্লাহ আল মাহমুদ, মেডিকেল সেন্টারের প্রধান মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ তানভীর আলী, TIKA বাংলাদেশ কান্ট্রি কো-অর্ডিনেটর মোহাম্মদ আলী আরমান এবং ডাকসুর নেতৃবৃন্দ।

প্রকল্পের আওতায় ইতোমধ্যে মেডিকেল সেন্টারে একটি আধুনিক অ্যাম্বুলেন্স, ১০টি এয়ার কন্ডিশনার, এক্স-রে মেশিন, ইসিজি মেশিন, এনালাইজার, মাইক্রোস্কোপ, হাসপাতাল বেড, আলমিরা, চেয়ার ও ডেস্কসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। এছাড়া নিচতলায় ইমার্জেন্সি ইউনিট স্থাপন সম্পন্ন হয়েছে এবং বাকি সংস্কার কাজ দ্রুত দৃশ্যমান হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

পাশাপাশি, রোটারি ক্লাব অব গুলশান টাইগার্স শহীদ বুদ্ধিজীবী মেডিকেল সেন্টারে একটি RO Water Filter হস্তান্তর করেছে। ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান নাজমুল করিম ফিল্টারটি মেডিকেল সেন্টারের প্রধান মেডিকেল অফিসারের হাতে তুলে দেন। এই ফিল্টার প্রতি ঘণ্টায় ২০০ জিপিডি বিশুদ্ধ পানি সরবরাহ করবে, যা সেবাগ্রহীতাদের জন্য উপকারে আসবে।

পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের জন্য মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মেডিকেল সেন্টারের আধুনিকায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন সরঞ্জাম, অ্যাম্বুলেন্স ও ইমার্জেন্সি ইউনিট যুক্ত হওয়ায় সেবার মান আরো উন্নত হবে।

তিনি এ প্রকল্পে সহযোগিতার জন্য TIKA ও রোটারি ক্লাব অব গুলশান টাইগার্সকে ধন্যবাদ জানান।

আবাসিক হলগুলোয় মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপক যন্ত্র, উদাসীন প্রশাসন

তরুণ কবি আরফান হোসাইন রাফির নতুন কাব্যগ্রন্থ ‘সুদিন ফিরে আসছে’

ডাকসুর মুক্তিযুদ্ধ সম্পাদক কর্তৃক শহীদের সংখ্যা বিকৃতির অভিযোগ ছাত্রশক্তির

শাবিপ্রবির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু ৮ ডিসেম্বর

শিবির সমর্থিত প্যানেলের ভিপি-জিএস প্রার্থীকে শোকজ

দশম গ্রেডের দাবির প্রতি আইএইচটির আশির দশকের টেকনোলজিস্টদের সমর্থন

চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের নামে হয়রানি বন্ধের আহ্বান ছাত্রসংসদগুলোর

লেখা পড়েও দেবে গুগল, কীভাবে ব্যবহার করবেন

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৫

খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার পেছনে বাকৃবির অবদান অপরিসীম