শিগগিরই পুনঃতফসিল ঘোষণা হবে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে না। শিগগিরই পুনঃতফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্বাচনের নতুন তারিখ হিসেবে বেচে নেওয়া হয়েছে ২০ জানুয়ারিকে।
রবিবার (২৩নভেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল ১১টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন-১ এর ৪র্থ তলার সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের সকল রাজনৈতিক, অরাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ছাত্র-সংগঠনের নেতৃবৃন্দ ও নির্বাচন কমিশনারবৃন্দদের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের শাকসু নির্বাচন বিষয়ক উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকলের সর্বসম্মত প্রস্তাব ও সুপারিশ অনুযায়ী সকল শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিতকল্পে আগামী ২০ জানুয়ারি তারিখে শাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, শীতকালীন ছুটি থাকায় পূর্বঘোষিত ১৭ ডিসেম্বর শাকসু নির্বাচন হলে আশানুরূপ ‘ভোট কাস্ট’ হওয়ার সম্ভাবনা নেই। ফলে বিভিন্ন রাজনৈতিক দল ও শিক্ষার্থীদের দাবি ছিল ১৭ ডিসেম্বর এর পরিবর্তে ১০ ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন করা।