হোম > ফিচার > ক্যাম্পাস

পবিপ্রবিতে র‍্যাগিংয়ের দায়ে তিন শিক্ষার্থী বহিষ্কার

প্রতিনিধি, পবিপ্রবি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তিন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের ৪১তম শৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী, গত ২৮ অক্টোবর রেজিস্ট্রার দপ্তর থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।

অফিস আদেশে জানানো হয়েছে, কৃষি অনুষদের ৪র্থ সেমিস্টারের শিক্ষার্থী ও শহীদ জিয়াউর রহমান হল–১ এর আবাসিক ছাত্র ফারহান ইসরাক খান (সুপ্ত) র‍্যাগিংয়ের পরিকল্পনা, নেতৃত্ব, সক্রিয় অংশগ্রহণসহ শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে দুই সেমিস্টারের জন্য বহিষ্কৃত করা হয়েছে।

একই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মৎস্যবিজ্ঞান অনুষদের ৪র্থ সেমিস্টারের শিক্ষার্থী ও শহীদ জিয়াউর রহমান হল–১ এর আবাসিক ছাত্র মো. নাফিউল আলম নাহিদকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে।

এছাড়া কৃষি অনুষদের ২য় সেমিস্টারের শিক্ষার্থী ও কবি বেগম সুফিয়া কামাল হলের আবাসিক ছাত্রী ফারিয়া আক্তার নাতাশাকে ঘটনার মূল উস্কানিদাত্রী এবং টিজ করার বিষয়ে মিথ্যা অভিযোগ করার দায়ে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে।

অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, বহিষ্কারের মেয়াদকালে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কোনো একাডেমিক বা আবাসিক এলাকায় অবস্থান করতে পারবে না।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিন স্বাক্ষরিত আদেশে বলা হয় যে, “সিদ্ধান্তটি উপাচার্যের অনুমোদনক্রমে কার্যকর করা হয়েছে”।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান বলেন, “তদন্ত রিপোর্টের ভিত্তিতে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে শাস্তি দিয়ে আমরা যেন শুধুমাত্র স্বস্তি পাই—এমন ভাবনা নয়; আমাদের লক্ষ্য বিশ্ববিদ্যালয়কে সম্পূর্ণভাবে র‍্যাগিংমুক্ত ক্যাম্পাসে পরিণত করা।”

হাসপাতালে অনলাইন টিকেটিং সেবা চালু

ডি-রেজিস্ট্রেশন করুন ঘরে বসেই

আমার দেশ প্রতিনিধি নাহিদুল ইসলাম বর্ষসেরা অনুসন্ধানী সাংবাদিক

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ৫০৬ জন হাসপাতালে ভর্তি

শরীরে ক্যানসার বাসা বাঁধলে যে লক্ষণ দেখা যায়

ব্রাকসু নির্বাচনে যারা ভোটার হতে পারবেন না

কলামে হাসিনার গুণকীর্তন, সেই শিক্ষক পেলেন পিএইচডি ছুটি

এক চার্জে চলবে ৩৩ দিন

ঢাবি উপ-উপাচার্যের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আন্তর্জাতিক ক্যান্সার কংগ্রেসে বক্তারা, ক্যানসার বৃদ্ধির হার আশঙ্কাজনক