হোম > ফিচার > ক্যাম্পাস

শিবির সমর্থিত প্যানেলের ভিপি-জিএস প্রার্থীকে শোকজ

জকসু নির্বাচন

প্রতিনিধি, জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ইসলামী ছাত্র শিবির–সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি পদপ্রার্থী রিয়াজুল ইসলাম ও জিএস পদপ্রার্থী আব্দুল আলিম আরিফকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানানো হয়। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও ভুল তথ্য উপস্থাপনের মাধ্যমে নির্বাচন কমিশনকে বিতর্কিত করার অভিযোগে তাদের এ নোটিশ প্রদান করা হয়।

নোটিশে বলা হয়, গত ২৭ নভেম্বর ক্যাম্পাসে প্যানেলটির পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে কয়েকজন প্রার্থী প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনার এবং জবি প্রশাসনের বিরুদ্ধে ‘উসকানিমূলক, বিভ্রান্তিকর ও মানহানিকর’ বক্তব্য প্রদান করেছেন। যা জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ও হল শিক্ষার্থী সংসদসমূহের গঠন ও পরিচালনা বিধিমালা ২০২৫ এবং জকসু নির্বাচনী আচরণবিধি ২০২৫–এর সুস্পষ্ট লঙ্ঘন বলে নোটিশে উল্লেখ করা হয়।

এ ধরনের কার্যক্রম অবিলম্বে বন্ধ করার নির্দেশ প্রদান করা হয়েছে। পাশাপাশি, কেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না—সে বিষয়ে আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে নোটিশে বলা হয়েছে।

চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের নামে হয়রানি বন্ধের আহ্বান ছাত্রসংসদগুলোর

ঢাবির জরাজীর্ণ মেডিকেল সেন্টার আধুনিকায়নে কাজ শুরু

খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার পেছনে বাকৃবির অবদান অপরিসীম

কৃষিশিক্ষা ও গবেষণার প্রাণকেন্দ্র: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

ব্রাকসু নির্বাচনের তফসিল অনির্দিষ্টকালের জন্য স্থগিত

৪ ডিসেম্বরের পর জবির আটকে থাকা সেমিস্টার পরীক্ষা শুরু

বিজয়ের মাস উদযাপন উপলক্ষে ঢাবিতে বর্ণাঢ্য র‌্যালি

শাবিপ্রবিতে দুই দিনব্যাপী একাডেমিক রাইটিং প্রশিক্ষণ শুরু

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কুবিতে দোয়া

নোবিপ্রবিতে নিজদলের কর্মীকে হত্যার হুমকি দিলেন ছাত্রদল সভাপতি