গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) গাভির ওলানপ্রদাহ রোগের টেকসই ব্যবস্থাপনার লক্ষ্যে ‘গাভির ওলানপ্রদাহ রোগ নির্ণয়ের জন্য মলিকুলার কিট ও প্রোবায়োটিক-ভিত্তিক চিকিৎসা উদ্ভাবন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্ত্রী ও প্রসূতিবিদ্যা এবং প্রজনন স্বাস্থ্য বিভাগ আয়োজিত এই কর্মশালা অনুষ্ঠিত হয় গতকাল বিশ্ববিদ্যালয়ের পুরনো মিলনায়তনে।
কর্মশালাটি হায়ার এডুকেশন অ্যাকসিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের অর্থায়নে পরিচালিত ‘গাভির ওলানপ্রদাহ রোগের টেকসই ব্যবস্থাপনার জন্য মাঠ পর্যায়ে ব্যবহারযোগ্য মলিকুলার কিট ও প্রোবায়োটিক-ভিত্তিক চিকিৎসা পদ্ধতি উদ্ভাবন’ উপ-প্রকল্পের উদ্বোধন হিসেবে আয়োজন করা হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জি কে এম মোস্তাফিজুর রহমান।
প্রধান অতিথি ছিলেন হিট প্রকল্পের ব্যবস্থাপনা বিশেষজ্ঞ অধ্যাপক ড. মো. মোজাহার আলী। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম ময়নুল হক এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ।
কর্মশালায় বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আ ন ম আমিনুর রহমান শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এবং বিভাগের গবেষণা কার্যক্রম ও সক্ষমতা তুলে ধরেন। উপ-প্রকল্প ব্যবস্থাপক ও সহযোগী অধ্যাপক ড. মো. নাজমুল হক প্রকল্পের উদ্দেশ্য, সম্ভাবনা ও খামারি পর্যায়ে এর গরুত্ব বিস্তারিতভাবে উপস্থাপন করেন।