হোম > ফিচার > ক্যাম্পাস

বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ পেলেন দুই হাজার শিক্ষার্থী

প্রতিনিধি, চবি

'মাসখানেক ধরে আমার গলায় টনসিল থেকে সাদা টাইপের কিছু বের হত। কিন্তু পড়াশোনা ও টিউশনের চাপে সেভাবে ডাক্তার দেখানো হয়নি। পরে ইন্টারনেট ঘেঁটে দেখছিলাম এটা সহজে চলে যাবে। কিন্তু সেটা হয়নি। আজকে ডাক্তার থেকে পরামর্শ নিয়ে জানতে পারলাম—টনসিলের ইনফেকশন থেকে এটা হতে পারে।'

রোববার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে ফ্রী মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিতে এসে এসব বলছিলেন আহসান জারিফ চৌধুরী। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের উদ্যোগে আজ দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়। সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এটি উদ্বোধন করেন। বিকেল ৪টা পর্যন্ত চলে এ কার্যক্রম।

আয়োজকদের সাথে কথা বলে জানা গেছে, এই ফ্রী মেডিকেল ক্যাম্পে অংশ নিতে প্রায় দুই হাজার শিক্ষার্থী নাম নিবন্ধন করেন। এতে ছাত্র-ছাত্রীদের জন্য আলাদা ১২টি বুথ ছিল। এই বুথগুলোতে প্রায় ২০ জন বিশেষজ্ঞ ডাক্তার কার্ডিওলজি, মেডিসিন ও ডায়াবেটিস, ফিজিও মেডিসিন, গাইনোকোলজিসহ মোট ৮টি রোগের চিকিৎসা সেবা প্রদান করেছেন।

চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, চাকসু নির্বাচনের সময় আমাদের অন্যতম ইশতেহার ছিল—আমরা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাখাতকে উন্নত করব। শিক্ষার্থীদের জন্য মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করব। সেই ধারাবাহিকতায় আজকের এই মেডিকেল ক্যাম্প। আমরা প্রতিমাসে এই মেডিকেল ক্যাম্প আয়োজনের চেষ্টা করব ইনশাআল্লাহ।

চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. এ. কে. এম. ফজলুল হক বলেন, আজকের ক্যাম্পে বিভিন্ন বিভাগের প্রায় ২০ জন ডাক্তার ও নার্স এসেছেন। তারা সবাই অভিজ্ঞ। আশা করি শিক্ষার্থীরা সঠিক চিকিৎসা পাবে। পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য আমাদের হাসপাতালে ৫০ শতাংশ ছাড়ের একটি চুক্তি সিগরই বাস্তবায়ন হবে।

জকসু নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট ৯ ও ১০ ডিসেম্বর

বাংলায় ইসলামের বিস্তারে কৃষি প্রধান নির্ধারক হিসেবে কাজ করেছে

নিয়োগে অনিয়মের সংবাদ প্রকাশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদ

শাকসু নির্বাচনে ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’ নামে শিবিরের প্যানেল ঘোষণা

ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

জাবিয়ান ক্লাবের প্রথম সভা অনুষ্ঠিত

জাবিতে ছাত্রশিবিরের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

বেগম খালেদা জিয়া সকলের হৃদয়ের অন্তঃস্থলে স্থান করে নিয়েছেন: জবি উপাচার্য

জাহাঙ্গীরনর বিশ্ববিদ্যালয়ে প্রজাপতি মেলায় সচেতনতার বার্তা

২৫ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে বাকৃবিতে জাতীয় ভাষা উৎসব শুরু