হোম > ফিচার > ক্যাম্পাস

নির্ধারিত সময়ে ‎ব্রাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

প্রতিনিধি, বেরোবি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (ব্রাকসু) নির্বাচন তফসিল অনুযায়ী ২৪ ডিসেম্বরেই অনুষ্ঠানের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

‎বুধবার সকালে ভিসি ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ গেটে সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের দীর্ঘসূত্রতা ও নির্বাচন প্রক্রিয়ায় বিলম্বের প্রতিবাদে তারা আন্দোলনে নেমেছেন। তাদের ভাষ্য, ২৪ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষিত হলেও খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই প্রশাসনিক জটিলতা শুরু হয়।

শিক্ষার্থীরা জানান, প্রধান নির্বাচন কমিশনারের আকস্মিক পদত্যাগের পরও আচরণবিধি প্রকাশ, চূড়ান্ত ভোটার তালিকা প্রণয়ন এবং মনোনয়নপত্র বিতরণের মাধ্যমে ক্যাম্পাসে নির্বাচনি পরিবেশ সৃষ্টি হয়েছিল। কিন্তু মনোনয়নপত্র উত্তোলনের শেষ দিন দুপুরে ব্রাকসু বানচালকারী একটি গোষ্ঠী নির্বাচন কমিশনের ওপর চাপ সৃষ্টি করে। কমিশন সদস্যদের পদত্যাগের ইঙ্গিতও দেওয়া হয় বলে তারা দাবি করেন।

তাদের বক্তব্য, চাপের মুখে নির্বাচন কমিশন ভোটার তালিকায় অসংগতি দেখিয়ে নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে, যা শিক্ষার্থীদের কাছে অযৌক্তিক মনে হয়েছে। তারা মনে করেন, প্রশাসনের সদিচ্ছার ঘাটতি ও দায়িত্বহীন আচরণ ব্রাকসু নির্বাচনকে অনিশ্চয়তায় ফেলেছে।

শিক্ষার্থীরা বলেন, প্রতিনিধি নির্বাচনের অধিকার নিয়ে যেকোনো ধরনের টালবাহানা তারা আর মেনে নেবেন না। প্রশাসন বহুবার শিক্ষার্থীদের আবেগে আঘাত দিয়েছে দাবি করে তারা জানান, ন্যায্য অধিকার আদায়ে আন্দোলন অব্যাহত থাকবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শওকাত আলী বলেন, সমস্যা সমাধান করে দ্রুতই নির্বাচনি কার্যক্রম পুনরায় শুরু হবে। এছাড়া নির্ধারিত তারিখেই নির্বাচন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে রাবি শিবিরের মানববন্ধন

শাবিপ্রবি ছাত্র সংসদ নির্বাচন স্থগিতের ঘটনায় জাকসুর নিন্দা

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ শ্রেষ্ঠ বিএনসিসি গ্রুপ ঢাকা কলেজ

পরিবর্তনের প্রত্যাশায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে উত্তাল শাহজালাল বিশ্ববিদ্যালয়

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে রাবি ছাত্রদলের মানববন্ধন

যথাসময়ে শাকসু নির্বাচনের দাবিতে শাবিপ্রবির প্রশাসনিক ভবনে তালা

শাকসু নির্বাচন বন্ধে হাইকোর্টে রিট, শিক্ষার্থীদের বিক্ষোভ