হোম > ফিচার > ক্যাম্পাস

নির্ধারিত সময়ে ‎ব্রাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

প্রতিনিধি, বেরোবি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (ব্রাকসু) নির্বাচন তফসিল অনুযায়ী ২৪ ডিসেম্বরেই অনুষ্ঠানের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

‎বুধবার সকালে ভিসি ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ গেটে সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের দীর্ঘসূত্রতা ও নির্বাচন প্রক্রিয়ায় বিলম্বের প্রতিবাদে তারা আন্দোলনে নেমেছেন। তাদের ভাষ্য, ২৪ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষিত হলেও খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই প্রশাসনিক জটিলতা শুরু হয়।

শিক্ষার্থীরা জানান, প্রধান নির্বাচন কমিশনারের আকস্মিক পদত্যাগের পরও আচরণবিধি প্রকাশ, চূড়ান্ত ভোটার তালিকা প্রণয়ন এবং মনোনয়নপত্র বিতরণের মাধ্যমে ক্যাম্পাসে নির্বাচনি পরিবেশ সৃষ্টি হয়েছিল। কিন্তু মনোনয়নপত্র উত্তোলনের শেষ দিন দুপুরে ব্রাকসু বানচালকারী একটি গোষ্ঠী নির্বাচন কমিশনের ওপর চাপ সৃষ্টি করে। কমিশন সদস্যদের পদত্যাগের ইঙ্গিতও দেওয়া হয় বলে তারা দাবি করেন।

তাদের বক্তব্য, চাপের মুখে নির্বাচন কমিশন ভোটার তালিকায় অসংগতি দেখিয়ে নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে, যা শিক্ষার্থীদের কাছে অযৌক্তিক মনে হয়েছে। তারা মনে করেন, প্রশাসনের সদিচ্ছার ঘাটতি ও দায়িত্বহীন আচরণ ব্রাকসু নির্বাচনকে অনিশ্চয়তায় ফেলেছে।

শিক্ষার্থীরা বলেন, প্রতিনিধি নির্বাচনের অধিকার নিয়ে যেকোনো ধরনের টালবাহানা তারা আর মেনে নেবেন না। প্রশাসন বহুবার শিক্ষার্থীদের আবেগে আঘাত দিয়েছে দাবি করে তারা জানান, ন্যায্য অধিকার আদায়ে আন্দোলন অব্যাহত থাকবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শওকাত আলী বলেন, সমস্যা সমাধান করে দ্রুতই নির্বাচনি কার্যক্রম পুনরায় শুরু হবে। এছাড়া নির্ধারিত তারিখেই নির্বাচন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জালিয়াতি করে নিয়োগ, আওয়ামীপন্থি শিক্ষককে চাকরিচ্যুতির সুপারিশ

জবিতে ভর্তি আবেদনের সময় ২ দিন বাড়ল

যথাসময়ে জকসু নির্বাচন না হলে প্রশাসনকে ক্যাম্পাস ছাড়তে হবে: ঐক্যবদ্ধ জবিয়ান

আন্তর্জাতিক আদালতে সীমান্ত হত্যার বিচারের আহ্বান ডাকসুর

ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯০

জকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ স্থগিত

২৮ ডিসেম্বর খুলছে ঢাকা বিশ্ববিদ্যালয়, জানুয়ারি থেকে পরীক্ষা শুরু

আবাসিক হলগুলোয় মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপক যন্ত্র, উদাসীন প্রশাসন

ডাকসুর মুক্তিযুদ্ধ সম্পাদক কর্তৃক শহীদের সংখ্যা বিকৃতির অভিযোগ ছাত্রশক্তির

শাবিপ্রবির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু ৮ ডিসেম্বর