হোম > ফিচার > ক্যাম্পাস

পোশাক নিয়ে রাবি প্রশাসনের বিজ্ঞপ্তি

প্রতিনিধি, রাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রশাসন জানিয়েছেন, ‘নিজস্ব বিশ্বাস ও সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পোশাক পরিধানের অধিকার সকলের রয়েছে। রোববার (৯ নভেম্বর) বিকেলে একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এমন কথা বলেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সকলের ব্যক্তিগত স্বাধীনতায় পূর্ণ বিশ্বাস রাখে। এ বিষয়ে কোনো ধরনের কটূক্তি বা হয়রানির অভিযোগ থাকলে তা কর্তৃপক্ষকে জানাতে পরামর্শ দেওয়া হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, এই নীতি নারী শিক্ষার্থীদের হিজাব ও নিকাব ব্যবহারের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। যদি কখনো কোনো নারী শিক্ষার্থীর পরিচয় নিশ্চিত করার প্রয়োজন হয়, তবে সর্বোচ্চ সংবেদনশীলতা বজায় রেখে প্রয়োজনে নারী শিক্ষকের সহায়তা নেওয়া যেতে পারে। কর্তৃপক্ষ আশা করে, সংশ্লিষ্ট সকলেই এই বিষয়ে সহযোগিতা করবেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা আমিরুল ইসলাম বলেন, প্রত্যেকেরই পোশাকের স্বাধীনতা রয়েছে। প্রত্যেকেই তাদের মর্যাদা, ধর্ম, সামাজিকতা এবং পেশাদারিত্ব অনুযায়ী পোশাক পরবে। এতে কোনো বাধা থাকা উচিত নয়। তবে এই পোশাকের মাধ্যমে কারোর মূল্যবোধে যেন আঘাত না করে, সেই বিষয়টি খেয়াল রেখে সবাই স্বাধীনভাবে পোশাক পরবে।

নিয়োগ আটকাতে বিভাগীয় সভাপতিকে অপহরণের অভিযোগ, উত্তপ্ত ইবি

চার মাসের কাজের ফিরিস্তি প্রকাশ করল জাকসু

রাবির ‘বি’ ইউনিটের ফল প্রকাশ

চবি সাংবাদিককে ‘পাহাড়ে নিয়ে মারার’ হুমকি ছাত্রদল নেতার

ছুরি ধরে সোহরাওয়ার্দী উদ্যানে ছিনতাই, নেপথ্যে ছাত্রদল কর্মী

ওসমান হাদি হত্যার বিচার চেয়ে ঢাবিতে স্মরণসভা

রাবির অর্ধশতাধিক নবীন শিক্ষককে নিয়ে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

বিপিএলের ট্রফি নিয়ে রাবিতে ছাদখোলা বাসে এলেন শান্ত–মুশফিকেরা

ইবিতে সাজিদ হত্যার বিচারের দাবিতে ফের মানববন্ধন

হাবিপ্রবিতে ‘এ’ ইউনিটে, প্রতি আসনের বিপরীতে লড়বেন ৫২ জন