হোম > চাকরি

পে-স্কেলের দাবি চূড়ান্ত করতে বৈঠক

আমার দেশ অনলাইন

আগামী ডিসেম্বরের মধ্যে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মসূচি চূড়ান্ত করতে বৈঠকে বসছেন সরকারি কর্মজীবীরা।

শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা।

এতে দাবি আদায় ঐক্য পরিষদে থাকা ১২টি কর্মচারী সংগঠন ছাড়া আরো ডজনখানেক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থাকতে পারেন।

এই বৈঠক থেকে পরবর্তী কর্মসূচি আসবে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন একাধিক কর্মচারী নেতা।

এ বিষয়ে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সমন্বয়ক মো. মাহমুদুল হাসান গণমাধ্যমকে বলেন, আমাদের ঐক্য পরিষদে থাকা কর্মচারী সংগঠন এবং আরো ১২-১৫টি সংগঠন এই বৈঠকে অংশ নেবে। আলোচনার পরে আমরা পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মসূচি চূড়ান্ত করব।

এর আগে জানা গিয়েছিল, নতুন পে-স্কেল প্রণয়নে গঠিত পে কমিশন চলতি বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে তাদের চূড়ান্ত সুপারিশ জমা দিতে পারে। কমিশন এরই মধ্যে সুপারিশ তৈরির ৫০ শতাংশের মতো কাজ শেষ করেছে। আগামী সপ্তাহে সচিবদের মতামত নেওয়া হবে। এরপর কমিশন রিপোর্ট চূড়ান্তকরণের দিকে এগোবে।

এদিকে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সম্প্রতি জানিয়েছিলেন, ‘আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পর নতুন সরকার এলে এটি বাস্তবায়ন করবে।’

তবে নবম পে স্কেলের গেজেট ১৫ ডিসেম্বরের মধ্যে প্রকাশ না করলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। এ দাবি চলতি নভেম্বরেই বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন তারা।

গত জুলাইয়ের শেষ দিকে সরকার ২৩ সদস্যের জাতীয় বেতন কমিশন-২০২৫ গঠন করে। প্রজ্ঞাপনে উল্লেখ ছিল, কমিশনের প্রথম সভার তারিখ থেকে ছয় মাসের মধ্যে তাদের প্রতিবেদন সরকারের কাছে জমা দিতে হবে। দীর্ঘ বিরতির পর সরকারি কর্মজীবীদের নতুন বেতন কাঠামো তৈরির জন্য এ কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার।

এলজিডিতে ৯৩ জনের চাকরির সুযোগ

প্রাণিসম্পদ অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনে নিয়োগ বিজ্ঞপ্তি

পে-স্কেলের ফাঁস হওয়া সুপারিশ নিয়ে যা বলছে কমিশন

প্রাণিসম্পদ অধিদপ্তরে ১১২ টাকায় চাকরির সুযোগ

ঢাকা মশক নিবারণী দপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

নিয়োগ দেবে কৃষি মন্ত্রণালয়, এসএসসি পাসেও আবেদন

নিয়োগ দিচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর, নেবে ৯০ জন

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৫৯৬

পৌরসভায় বিভিন্ন পদে ৮৯৭ জনের চাকরির সুযোগ