কারিগরি শিক্ষা অধিদপ্তর মোট ২১৮ জন যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ং সম্পন্ন নারী ও পুরুষকে স্থায়ীভাবে ২০টি জব ক্যাটাগরি পদে নিয়োগ দিবে। নিয়োগ বিজ্ঞপ্তি ১২ নভেম্বর ২০২৫ প্রকাশিত হয়েছে।
অনলাইনে আবেদন চলবে ১৩ নভেম্বর ২০২৫ ইং সকাল ১০টা থেকে ও শেষ হবে ০৩ ডিসেম্বর ২০২৫ বিকেল ৫টা।
ওয়েবসাইটে ঢুকে শিক্ষাগত সার্টিফিকেটের তথ্য, জাতীয় পরিচয়পত্রের তথ্য, রঙিন ছবি,স্বাক্ষরের ছবি দিয়ে আবেদন ফরম পূরণ করা লাগবে।
নিয়োগকর্তার/সংস্থার নামকারিগরি শিক্ষা অধিদপ্তর।
নিয়োগকর্তার/সংস্থার ধরন সরকারি
চাকরির সময় স্থায়ী
জব ক্যাটাগরি ২০টি
মোট লোক সংখ্যা ২১৮ জন
শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ, এইচএসসি পাশ, স্নাতক পাস লাগবে চাকরির পদ অনুযায়ী
লিঙ্গ নারী ও পুরুষ
নতুনরা ও অভিজ্ঞতা যাদের আছে উভয় আবেদন করতে পারবে, চাকরির পদ অনুযায়ী
বয়স সীমা ০১ নভেম্বর ২০২৫ ইং হিসাব করে, সাধারণ প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বৎসর
বেতন গ্রেড ৮,২৫০/- থেকে ৩০,২৩০/- টাকা