হোম > চাকরি

আসছে ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি, নিয়োগ ২৮০০ পদে

স্টাফ রিপোর্টার

৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি শিগগিরই প্রকাশিত হবে । আর এ বিসিএসের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় প্রায় দুই হাজার ৮০০ পদের চাহিদা দিয়েছে বলে জানা গেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ৫০তম বিসিএসের জন্য প্রায় দুই হাজার ৮০০ পদে নিয়োগের চাহিদাপত্র পিএসসিতে পাঠানো হয়েছে। এর মধ্যে এক হাজার ৭০০ এর বেশি ক্যাডার পদ। আর নন-ক্যাডারের জন্য প্রায় এক হাজার পদের চাহিদা পাঠানো হয়েছে। নন-ক্যাডার পদের সংখ্যা কম বেশি করার সুযোগ থাকছে।

৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের সময় জানতে চাইলে পিএসসির এক কর্মকর্তা বলেন, চলতি সপ্তাহে এ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের কথা ছিল। তবে নন-ক্যাডারের পদ যাচাই-বাছাই করতে হয়, সেজন্য চলতি সপ্তাহে বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা খুবই কম। তবে পিএসসি চেষ্টা করছে আগামী সপ্তাহের মধ্যে ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করার।

বিসিএসের আবেদন ফি, মৌখিক পরীক্ষার নম্বর ও মোট নম্বরের ক্ষেত্রে কয়েকটি পরিবর্তন এনেছে পিএসসি। ২০২৪ সালের ১১ ডিসেম্বর জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী বাংলাদেশ সিভিল সার্ভিসের সাধারণ প্রার্থীদের জন্য আবেদন ফি ৭০০ টাকার পরিবর্তে ২০০ টাকা করা হয়। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ১০০ টাকার পরিবর্তে করা হয় ৫০ টাকা। এ ছাড়া বিসিএসে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছরের পরিবর্তে ৩২ বছর করা হয়েছে।

প্রসঙ্গত, সর্বশেষ অনুষ্ঠিত ৪৭তম সাধারণ বিসিএসে মোট ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী আবেদন করছিল। ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী সেই মোট শূন্য ক্যাডার পদের সংখ্যা ছিল ৩ হাজার ৪৮৭। নন-ক্যাডার পদের সংখ্যা ছিল ২০১।

নতুন পে-স্কেলে গ্রেড কমিয়ে বেতন বাড়ানোর প্রস্তাব

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বড় নিয়োগ

সীমান্ত ব্যাংকে ২৫ বছর হলেই আবেদন

এসএসসি পাসে জাতীয় জাদুঘরে চাকরি

ঢাকা ওয়াসার এমডি নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি

সিভিল সার্জন কার্যালয়ে সরকারি চাকরির সুযোগ

নতুন পে-স্কেল বাস্তবায়নে যারা চাপে পড়বেন

১০ ব্যাংক ও ১ আর্থিক প্রতিষ্ঠান নেবে ১৮৮০ অফিসার

কৃষি ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, নেবে ১২৮৯ জন