হোম > চাকরি

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি

চাকরি ডেস্ক

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি নেসকো নিয়োগ বিজ্ঞপ্তি ২৭ নভেম্বর ও ৯ ডিসেম্বর তারিখে প্রকাশ করা হয়েছে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি নেসকো মোট ১৩৭+০১ জন যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ং সম্পন্ন নারী ও পুরুষকে স্থায়ীভাবে ১২+০১টি জব ক্যাটাগরি পদে নিয়োগ দিতে যাচ্ছে।

ওয়েবসাইটে ঢুকে শিক্ষাগত সার্টিফিকেটের তথ্য, জাতীয় পরিচয়পত্রের তথ্য, রঙিন ছবি, স্বাক্ষরের ছবি দিয়ে আবেদন ফরম পূরণ করা লাগবে। অনলাইনে আবেদন চলবে ২৭ নভেম্বর ও ৯ ডিসেম্বর সকাল ৯টা থেকে ও শেষ হবে ১০ ও ৩১ ডিসেম্বর বিকেল ৫টা।

পদের নাম ও বিবরণ

১. সহকারী প্রকৌশলী (ইঞ্জিনিয়ারিং/প্রকিউরমেন্ট/কমার্শিয়াল অপারেশন/কাস্টমার সার্ভিস)

পদসংখ্যা: ২০

বেতন স্কেল ও গ্রেড: ৫১,০০০ টাকা (নেসকো পে-গ্রেড-৭)

বয়সসীমা: ৩২ বছর (নেসকো কর্মীদের ক্ষেত্রে ৩৫ বছর)।

২. সহকারী ব্যবস্থাপক (অ্যাডমিন ও এইচআরডি/পিআর/কোম্পানি সেক্রেটারিয়েট)

পদসংখ্যা: ০২

বেতন স্কেল ও গ্রেড: ৫১,০০০ টাকা (নেসকো পে-গ্রেড-৭)

বয়সসীমা: ৩২ বছর (নেসকো কর্মীদের ক্ষেত্রে ৩৫ বছর)।

১ থেকে ৭ নম্বর পদের আবেদন ফি ১০০০ টাকাছবি: খালেদ সরকার

৩. প্রধান শিক্ষক (মাধ্যমিক বিদ্যালয়)

পদসংখ্যা: ০১

বেতন স্কেল ও গ্রেড: ৫১,০০০ টাকা (নেসকো পে-গ্রেড-৭)

বয়সসীমা: ৪৫ বছর।

৪. সহকারী ব্যবস্থাপক (ফাইন্যান্স/অডিট/রেভিনিউ অ্যাশিওরেন্স)

পদসংখ্যা: ০২

বেতন স্কেল ও গ্রেড: ৫১,০০০ টাকা (নেসকো পে-গ্রেড-৭)

বয়সসীমা: ৩২ বছর (নেসকো কর্মীদের ক্ষেত্রে ৩৫ বছর)।

৫. জুনিয়র সহকারী ব্যবস্থাপক (অ্যাডমিন ও এইচআরডি/কোম্পানি সেক্রেটারিয়েট)

পদসংখ্যা: ০৩

বেতন স্কেল ও গ্রেড: ৩৯,০০০ টাকা (নেসকো পে-গ্রেড-৮)

বয়সসীমা: ৩২ বছর (নেসকো কর্মীদের ক্ষেত্রে ৩৫ বছর)।

৬. জুনিয়র সহকারী ব্যবস্থাপক (লিগ্যাল ও করপোরেট অ্যাফেয়ার্স)

পদসংখ্যা: ০২

বেতন স্কেল ও গ্রেড: ৩৯,০০০ টাকা (নেসকো পে-গ্রেড-৮)

বয়সসীমা: ৩২ বছর (নেসকো কর্মীদের ক্ষেত্রে ৩৫ বছর)।

৭. জুনিয়র সহকারী ব্যবস্থাপক (ফাইন্যান্স/অডিট/রেভিনিউ অ্যাশিওরেন্স)

পদসংখ্যা: ১২

বেতন স্কেল ও গ্রেড: ৩৯,০০০ টাকা (নেসকো পে-গ্রেড-৮)

বয়সসীমা: ৩২ বছর (নেসকো কর্মীদের ক্ষেত্রে ৩৫ বছর)।

৮. সাব-স্টেশন অ্যাটেনডেন্ট (A)

পদসংখ্যা: ৪০

বেতন স্কেল ও গ্রেড: ২৩,০০০ টাকা (নেসকো পে-গ্রেড-১৩)

বয়সসীমা: ৩২ বছর।

৯. টেকনিশিয়ান - জোনাল রিপেয়ারিং শপ

পদসংখ্যা: ১৩

বেতন স্কেল ও গ্রেড: ২৩,০০০ টাকা (নেসকো পে-গ্রেড-১৩)

বয়সসীমা: ৩২ বছর।

১০. স্টোর কিপার (A)

পদসংখ্যা: ১০

বেতন স্কেল ও গ্রেড: ১৮,০০০ টাকা (নেসকো পে-গ্রেড-১৪)

বয়সসীমা: ৩২ বছর।

১১. হেলপার

পদসংখ্যা: ২৬

বেতন স্কেল ও গ্রেড: ১৭,০০০ টাকা (নেসকো পে-গ্রেড-১৫)

বয়সসীমা: ৩২ বছর।

১২. স্টোর হেলপার

পদসংখ্যা: ০৬

বেতন স্কেল ও গ্রেড: ১৫,৫০০ টাকা (নেসকো পে-গ্রেড-১৬)

বয়সসীমা: ৩২ বছর।

আবেদনের নিয়ম

আবেদন ফি

১ থকে ৭ নম্বর পদের আবেদন ফি ১০০০ টাকা;

৮ থেকে ১২ ৭ নম্বর পদের আবেদন ফি ৫০০ টাকা।

*আবেদনের ২৪ ঘণ্টার মধ্যে ফি প্রদান করতে হবে।

আবেদনের সময়সীমা

আবেদন শুরু: ৯ ডিসেম্বর ২০২৫

আবেদন শেষ: ৩১ ডিসেম্বর ২০২৫

নির্দেশনা ও শর্তগুলো

১. সরকার নির্ধারিত কোটা প্রযোজ্য।

২. সরকারি/স্বায়ত্তশাসিত/বিদ্যুৎ খাতের কর্মীরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

৩. কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী যেকোনো আবেদন বা পুরো নিয়োগপ্রক্রিয়া বাতিল/পরিবর্তন করতে পারে।

স্থানীয় সরকার বিভাগে ৮৯ জনের চাকরির সুযোগ

রেড ক্রিসেন্ট সোসাইটিতে নারী কর্মী নিয়োগ

বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটে একাধিক পদে নিয়োগ

সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরে চাকরির সুযোগ

১৮৮ জনকে চাকরি দিচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর

চট্টগ্রাম ওয়াসা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে

আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেডে নিয়োগ

পরিবার পরিকল্পনা অধিদপ্তরে চাকরি

১৩৭ জনকে নিয়োগ দেবে নেসকো

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে নিয়োগ