হোম > চাকরি

সরকারি চাকরিজীবীদের জন্য ভাতা নিয়ে সুখবর

আমার দেশ অনলাইন

সরকারি চাকরিজীবীদের বৈশাখ উদযাপন আরো আনন্দময় করতে বৈশাখী ভাতা বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছে জাতীয় বেতন কমিশন। এছাড়া চিকিৎসা ভাতা বাড়ানোরও সুপারিশ করা হচ্ছে।

আগামীকাল বুধবার প্রধান উপদেষ্টার কাছে এই সংক্রান্ত চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে পে কমিশন।

গতকাল সোমবার পে-কমিশন সূত্র জানিয়েছে, নবম পে-স্কেলের আওতায় এই ভাতা মূল বেতনের বর্তমান ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার চূড়ান্ত সুপারিশ করা হচ্ছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বর্তমানে মূল বেতনের ২০ শতাংশ বৈশাখী ভাতা পেয়ে থাকেন। এটি বাড়িয়ে বৈশাখী ভাতা মূল বেতনের ৫০ শতাংশ করার সুপারিশ করা হবে। এ সংক্রান্ত যাবতীয় কাজ শেষ পর্যায়ে রয়েছে এবং বুধবার এটি অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার দপ্তরে পাঠানো হবে।

পে-কমিশনের এক সদস্য জানিয়েছেন, বৈশাখী ভাতার ক্ষেত্রে বড় পরিবর্তন এলেও পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহার বোনাস আগের নিয়মেই বহাল থাকবে। অর্থাৎ ঈদ বোনাসে কোনো পরিবর্তন আনা হচ্ছে না।

এদিকে চিকিৎসা ভাতা বাড়ানোরও সুপারিশ করা হচ্ছে। নবম পে-স্কেলে চিকিৎসা ভাতা বর্তমান ৩ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে সর্বোচ্চ ৫ হাজার টাকা করার প্রস্তাব রয়েছে। বয়সভিত্তিক দুই ক্যাটাগরিতে এই ভাতা নির্ধারণের সুপারিশ করা হবে। ৪০ বছর বা কম বয়সীদের জন্য মাসিক ৪ হাজার টাকা, ৪০ বছরের বেশি বয়সীদের জন্য মাসিক ৫ হাজার টাকা।

পে-কমিশনের আরেক সদস্য জানিয়েছেন, বয়স বাড়ার সঙ্গে চিকিৎসা ব্যয়ও বাড়ে এ বিষয়টি বিবেচনায় নিয়ে বয়স্কদের ভাতা কিছুটা বেশি রাখার প্রস্তাব করা হয়েছে। অবসরের পরও একজন সরকারি চাকরিজীবী মাসিক ৫ হাজার টাকা চিকিৎসা ভাতা পাবেন।

২০১৫ সালের পে-স্কেল অনুযায়ী ২০তম গ্রেডে মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা, নবম গ্রেডে বিসিএস কর্মকর্তাদের ২২ হাজার টাকা, আর সচিবদের মূল বেতন ৭৮ হাজার থেকে ৮৬ হাজার টাকা। নতুন বেতন কাঠামো বাস্তবায়ন নিয়ে সংশয় থাকলেও অর্থ মন্ত্রণালয় ২০২৫–২৬ অর্থবছরের বাজেটে বেতন-ভাতা খাতে বরাদ্দ বাড়িয়ে ১ লাখ ৬ হাজার ৬৮৪ কোটি টাকা রেখেছে, যা আগের তুলনায় প্রায় ২২ হাজার কোটি টাকা বেশি।

অর্থ বিভাগের এক কর্মকর্তা জানান, জানুয়ারি থেকে মূল বেতন বা ভাতার যে কোনো একটি বাস্তবায়নের লক্ষ্য ধরে এই বরাদ্দ দেওয়া হয়েছে। বাকি অংশ পরবর্তী সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

পে-স্কেলের প্রতিবেদন জমা কাল, বেতন কত বাড়তে পারে

প্রাইমারি শিক্ষক নিয়োগের ফল প্রকাশ নিয়ে যা জানাল শিক্ষা অধিদপ্তর

পূর্ণাঙ্গ পে-স্কেল কবে কার্যকর, জানা গেল তারিখ

চলতি মাসেই ৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল

অবশেষে পে-স্কেল নিয়ে বড় সুখবর

৫০ পদে বিএসটিআইয়ে চাকরি, আবেদন শুরু

পে-কমিশনের সভা বৃহস্পতিবার, যেসব বিষয় চূড়ান্ত হতে পারে

৪০ জনকে নিয়োগ দেবে বিমান, আবেদন করুন দ্রুত

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন পদে চাকরির সুযোগ

পে-স্কেল নিয়ে নতুন সিদ্ধান্ত সরকারের