ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান শরীফ ওসমান হাদির মৃত্যুর পর ফেসবুকে হাদির ছবি দিয়ে বিভিন্ন ব্যক্তি নানা মন্তব্য করেছেন।
কেউ লিখেছেন, হাদির ছেলে জানে না সে এতিম হলো। এই পাখিটা বাবা ছাড়া বড় হবে। হোক! অনেক বড় হোক। অন্য একজন লিখেছেন, বাংলাদেশ হাদির কাছে ঋণী হয়ে থাকবে আজীবন। এতিম হয়ে গেল বাচ্চাটা।
রবি হাসান নামে একজন ফেসবুকে লিখেছেন, হাদি ভাইয়ের কি নেক নসিব দেখেন..গু-লি-বি-দ্ধ হয়েছেন শুক্রবার জুমার নামাজের পর..দুনিয়া থেকে বিদায় নিলেন জুমার রাতে।