বদলির আদেশ ছিঁড়ে ফেলার দায়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ৮ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এরমধ্যে ৫ জন যুগ্ম কর কমিশনার ও ৩ জন উপ কর কমিশনার। তাদের বরখাস্তের বিষয়ে মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বরখাস্তকৃতরা হলেন-যুগ্ম কর কমিশনার মাসুমা খাতুন (বিভাগীয় প্রতিনিধি, কর অঞ্চল -২ ঢাকা), মুরাদ আহমেদ(কর অঞ্চল-১৫,ঢাকা) , মোহাম্মদ মোরশেদ উদ্দীন খান (কর অঞ্চল কুষ্টিয়া), মোনালিসা শাহরীন শুম্মিতা (কর অঞ্চল নোয়াখালী) ও মো. আশরাফুল আলম প্রধান (কর অঞ্চল কক্সবাজার)। উপ কর কমিশনার পদে বরখাস্তকৃতরা হলেন-মোহাম্মদ শিহাবুল ইসলাম (কর অঞ্চল খুলনা) , নুশরাত জাহান শমী (কর অঞ্চল রংপুর) ও ইমাম তৌহিদ হাসান শাকিল (কর অঞ্চল কুমিল্লা)।
এদের বিরুদ্ধে তদন্তপূর্বক বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করে প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে নিয়োগপূর্বক তাদেরকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তারা বিধি মোতাবেক খরপোষ প্রাপ্ত হবেন। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে জারিকৃত প্রজ্ঞাপনে।