হোম > জাতীয়

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে অবস্থান-কর্মবিরতি

স্টাফ রিপোর্টার

এমপিওভুক্ত শিক্ষায় বৈষম্য নিরসনসহ জাতীয়করণের দাবিতে অবস্থান, কর্মবিরতি কর্মসূচি পালন করছেন সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীরা। রোববার পঞ্চম দিনের মত জাতীয় প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত স্কুল-কলেজ-মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের সংগঠন-‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’। একইসঙ্গে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধ দিবস কর্মবিরতিও পালন করেন তানা।

অবস্থান কর্মসূচিতে শিক্ষক-কর্মচারীরা সরকারি নিয়মে বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, শতভাগ উৎসব ভাতা ও সর্বজনীন (প্রতিষ্ঠান প্রধান থেকে কর্মচারী পর্যন্ত) বদলির দাবি জানান।

এ বিষয়ে জোটের সদস্য সচিব ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি প্রিন্সিপাল দেলাওয়ার হোসেন আজীজী আমার দেশকে বলেন, শিক্ষা উপদেষ্টা আমাদের ভাতাসমূহ পরিবর্তনের মৌখিক আশ্বাস দিয়েছেন। কিন্তু এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারিরা বারবার প্রতারিত হয়ে আশ্বাসের ওপর বিশ্বাস করে আর প্রতারিত হতে চান না। রোববার দেশের সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধদিবস কর্মবিরতি পালিত হয়েছে। অন্তত দেড় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতির সচিত্র খবর তার কাছে এসেছে।

তিনি বলেন, রোববারের মধ্যে শতভাগ উৎসবভাতার প্রজ্ঞাপন জারি এবং বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা দেওয়া না হলে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচির পাশাপাশি সোমবার ‘গেদারিং ফর ন্যাশনালাইজেশন’ কর্মসূচি পালিত হবে।

সারাদেশে জাতীয়করণ প্রত্যাশী ৩১ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে ৫ লক্ষাধিক শিক্ষক-কর্মচারী রয়েছে বলেও জানান এই শিক্ষক নেতা।

আন্দোলনকারীরা জানান, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারিগণ মাসিক এক হাজার টাকা বাড়িভাড়া, ৫০০ টাকা চিকিৎসা ভাতা ও ২৫ শতাংশ হিসেবে একজন এন্ট্রি লেভের শিক্ষক ৩১২৫ টাকা উৎসব ভাতা পেয়ে থাকেন, যা দিয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে কোনোভাবেই একজন শিক্ষকের পক্ষে ঈদ উৎসব উদযাপন করা সম্ভব নয়।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন জোটের যুগ্ম সদস্য সচিব প্রকৌশলী আবুল বাশার, আব্দুল হাই সিদ্দিকী, রবিউল ইসলাম, তোফায়েল সরকার, ফররুখ শেরাহ্, মো. কাইয়ুম, আফরোজা শ্রাবণ, অধ্যক্ষ হারুন অর রশীদ, আব্দুর রহমান, অধ্যক্ষ ইসমাইল হোসেন, অধ্যক্ষ আবু সায়েম মোল্লা, গোলাম সাদেক, মো. ইলিয়াস, আঃ হালিম, ফয়েজ আহমদ, মোঃ রুহুল আমিন, রাশেদ মোশারফ, উপাধ্যক্ষ মোঃ মোঃ আমিনুল ইসলাম, মোঃ কাইয়ুম, মোঃ মিজানুর রহমান, মো জিয়াউল হক প্রমুখ।

খান সারওয়ার মুরশিদের মৃত্যুবার্ষিকী আজ

সম্পর্ক ভালো করেও সীমান্ত হত্যা বন্ধ হবে না: পররাষ্ট্র উপদেষ্টা

এটিইউ প্রধানের সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

খাদ্যদূষণ নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগ

নির্বাচনের পরে আজারবাইজান ঢাকায় দূতাবাস খুলবে

এএফএমসির ১৮তম ‘কাউন্সিল অব দ্য কলেজ’ সভায় সেনাপ্রধান

এপিআই নীতিকে শীর্ষে অগ্রাধিকার দিতে প্রধান উপদেষ্টাকে চিঠি

বাড়ল সয়াবিন তেলের দাম

দুর্নীতির বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার কঠোর হতে পারেনি: টিআইবি পরিচালক

চাঁদাবাজীর মামলায় ‘নওরোজ’ সম্পাদক শামসুল হক কারাগারে