মেট্রোরেলের নকশায় ত্রুটি থাকতে পারে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক ফারুক আহমেদ।
সোমবার মেট্রোরেল প্রকল্প ও এর পরিচালনা সংক্রান্ত সার্বিক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
মেট্রোরেলের নকশায় ও ব্যবহৃত উপকরণ প্রসঙ্গে ডিএমটিসিএলের পরিচালক বলেন, ‘গত বছর দুর্ঘটনার পর আমরা সরেজমিন ও ড্রোনের মাধ্যমে পরিদর্শন করেছি। দুই মাস আগে আবারও পর্যালোচনা করি। আমাদের প্রধান লক্ষ্য নিরাপত্তা নিশ্চিত করা। এর নকশাগত ভুল থাকতে পারে। এ ছাড়া নিম্নমানের মালামাল ব্যবহার, ঠিকমতো সব বুঝে না নেওয়াসহ নানা কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে।
প্রকল্প পরিচালক প্রসঙ্গে ফারুক আহমেদ বলেন, লাইন-১-এর প্রকল্প পরিচালক নেই, এটা ঠিক। প্রয়োজন অনুযায়ী দ্রুত আরো চার-পাঁচজন প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়া হবে। আমরা চাই সেটা স্মার্ট ফাইন্যান্সিং করতে, লোকালকে গুরুত্ব দিয়ে কাজ করার চেষ্টা আমাদের আছে। ইনভেস্টরের কনফ্লিক্ট অব ইন্টারেস্ট আছে। আমাকে ৫০ বছরের ওয়ারেন্টি দেওয়া হয়েছে, সেখানে আমি তো অনেকটাই অসহায়।
তিনি আরো বলেন, নতুনগুলোর ক্ষেত্রে প্রয়োজনে নকশা পরিবর্তন করা হবে।
রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনকে মেট্রোরেল পিলারে পোস্টার না লাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা রাজনৈতিক দলসহ যারা পিলারে পোস্টারিং করছেন, তাদের সরে আশার আহ্বান করছি। আমারা ফিজিক্যাল ক্র্যাকগুলো এসব থাকলে বুজতে পারব না।
ডিএমটিসিএলে পরিচালক বলেন, আমাদের খরচ অনুযায়ী পৃথিবীর সেরা মেট্রো হওয়ার কথা কিন্তু আমাদের এই অবস্থা! যারা আগে কাজ বুঝে নিয়েছে কিংবা যারা দিয়েছে, তাদের অবশ্যই অনিয়মের জন্য আইনের আওতায় আনা উচিত। সরকারের তদন্ত শেষ হলে অবশ্যই সেটা হবে বলে আশা।