হোম > জাতীয়

রিট হলেও অনুষ্ঠিত হবে ৫০তম বিসিএস

স্টাফ রিপোর্টার

গতকাল বুধবার ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। চার প্রার্থী হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। তবে এ রিটের কারণে পরীক্ষা পেছানো হবে না। পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) পিএসসির একটি সূত্র জানিয়েছে, রিটের কারণে পরীক্ষা পেছানো হবে না। রিটের বিষয়টি পিএসসির আইন কর্মকর্তা আদালতে জবাব দেবেন। এ বিষয়ে প্রস্তুতিও নিচ্ছে পিএসসি।

প্রসঙ্গত, ৫০তম বিসিএসে আবেদন জমা পড়েছে ২ লাখ ৯০ হাজার ৯৫১টি, যা বিগত কয়েক বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে কম। ৪৭তম বিসিএসেও আবেদনকারী ছিল ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন। ৫০তম বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ১ হাজার ৭৫৫টি ক্যাডার পদের মধ্যে সর্বোচ্চ ৬৫০ জন নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এ ছাড়া প্রশাসনে ২০০ জন ও পুলিশে ১১৭ জন নিয়োগ পাবেন। নন-ক্যাডারের ৩৯৫টি পদের মধ্যে নবম গ্রেডে রয়েছে ৭১টি পদ।

উল্লেখ্য, এবারের প্রিলিমিনারিতে বাংলা, ইংরেজি ও বাংলাদেশ বিষয়াবলির নম্বর ৫ করে কমিয়ে আন্তর্জাতিক বিষয়াবলি, গাণিতিক যুক্তি এবং নৈতিকতায় ৫ নম্বর করে বাড়ানো হয়েছে। এ ছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন যেসব প্রার্থীর শ্রুতলেখক প্রয়োজন, তাঁদের প্রয়োজনীয় নথিসহ আবেদনের সময় আগেই পার হয়েছে। পিএসসি তাদের নিজস্ব ব্যবস্থাপনায় শ্রুতলেখক নিশ্চিত করবে। কমিশনের রোডম্যাপ অনুযায়ী, প্রিলিমিনারি শেষ হওয়ার পর দ্রুততম সময়ে লিখিত ও মৌখিক পরীক্ষা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

পারিবারিক সহিংসতা প্রতিরোধ অধ্যাদেশ জারি

কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ অধ্যাদেশ জারি

নিজের পদত্যাগের ‘খবর’ নিয়ে যা বললেন গভর্নর

আসন্ন সংসদের প্রথম অধিবেশনে তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ পাশের আহ্বান

অনলাইনে নয় সাংবাদিকদের জন্য ম্যানুয়ালি কার্ড ইস্যু করবে ইসি

নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাচ্ছে কমনওয়েলথ ও ইইউ

বেবিচককে বিভক্ত করে রেগুলেটর ও অপারেটর সংস্থা গঠনের সিদ্ধান্ত

শেরপুরের ঘটনায় ইউএনও-ওসি প্রত্যাহার

ওসমান হাদি হত্যা: তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছাল

মন্ত্রীদের জন্য ৯০৩০ বর্গফুটের ফ্ল্যাট নির্মাণের খবর অসত্য