হোম > জাতীয়

ভূমিকম্প নিরাপত্তায় কারখানা ভবন পরীক্ষা-নিরীক্ষার নির্দেশনা বিজিএমইএর

স্টাফ রিপোর্টার

ভূমিকম্পের পর কারখানা ভবনগুলোতে কোনো কাঠামোগত ত্রুটি রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে পরীক্ষা-নিরীক্ষার জন্য সদস্যদের নির্দেশনা দিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। সম্ভাব্য আফটারশকের বিষয়ে সতর্ক করে সংগঠনটি কারখানাগুলোকে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করার আহ্বান জানিয়েছে।

বিজিএমইএ সদস্যদের উদ্দেশে এক বিজ্ঞপ্তিতে জানায়, বড় ধরনের একটি ভূমিকম্পের পর যেকোনো সময়ে আরেকটি বড় মাত্রার ভূমিকম্প ঘটার সম্ভাবনা থাকে, যা জীবন ও সম্পদের জন্য মারাত্মক হুমকি। এ কারণে বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার দিয়ে কারখানা ভবন, লিফট, বয়লার রুম, জেনারেটর রুম এবং সাবস্টেশন পরীক্ষা-নিরীক্ষা করার অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২১ নভেম্বর সকালে বাংলাদেশের ইতিহাসে অন্যতম শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। এতে দেশের বিভিন্ন স্থানে কয়েকজন হতাহত এবং বহু ভবন ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। দেশে পোশাক শিল্পে বিপুলসংখ্যক শ্রমিক-কর্মচারী কর্মরত থাকায় কারখানা ভবনের কাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কারখানা ভবনে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি থাকে, যেগুলো থেকে নিয়মিত কম্পন সৃষ্টি হয়। এ ছাড়া লিফট, বয়লার, জেনারেটর, সাবস্টেশনসহ বেশ কিছু সংবেদনশীল স্থাপনা রয়েছে, যা ক্ষতিগ্রস্ত হলে যেকোনো সময় মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে এবং বহু শ্রমিক-কর্মচারী হতাহত হওয়ার আশঙ্কা থাকে।

বিজিএমইএ এ বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

এসআর

বাংলাদেশের পরিবর্তন করতে হলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে

৮০ লাখ টাকা খরচে যুক্তরাষ্ট্রে, ৩৬ বাংলাদেশি ফিরলেন খালি হাতে

পদ্মা সেতুর টোল থেকে ৩ হাজার কোটি টাকা আয়

ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনে প্রায় ৭২ কোটি টাকা বরাদ্দ

রমজানের আগে এলপিজি সরবরাহ স্বাভাবিক করার উদ্যোগ

পোস্টাল ব্যালট সফল হলে বিশ্বে বাংলাদেশের নাম উজ্জ্বল হবে: সিইসি

পদ্মা সেতুতে টোল আদায়ে ৩ হাজার কোটি টাকার মাইলফলক স্পর্শ

জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান মুক্তিযোদ্ধা সংসদের

বিএনপির অভিযোগে জামায়াত-এনসিপিসহ ৪ দলকে সতর্ক করল ইসি

ভবিষ্যতে যেন এমন জাদুঘর তৈরির প্রয়োজন আর না হয়