হোম > জাতীয়

ফ্যাসিস্ট সরকারের নিপীড়নেই খালেদা জিয়ার রোগের সূচনা: মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

বিগত ফ্যাসিস্ট সরকারের নিপীড়ন-নির্যাতনেই খালেদা জিয়ার রোগের সূচনা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার জুমার নামাজ শেষে পল্টনে দলীয় কার্যালয়ের সামনে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘বেগম খালেদা জিয়া এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নিজের সারাটা জীবন উৎসর্গ করেছেন। বিগত সরকার তার প্রতি অন্যায় আচরণ করেছে, দীর্ঘ ছয় বছর কারাগারে ছিলেন তিনি, এর মধ্যে দুই বছর নির্জন কারাগারে ছিলেন। সবার সন্দেহ সেখান থেকেই তার এই রোগের সূচনা।’

বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যাওয়ার ব্যাপারে বিএনপি মহাস‌চিব বলেন, বেগম জিয়া কয়েক সপ্তাহ ধরে গুরুতর অবস্থায় হাসপাতালে রয়েছেন। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অত্যন্ত উচ্চমানের চিকিৎসকরা তার চিকিৎসা করছেন। কিন্তু এই চিকিৎসা আরো উন্নত হাসপাতালে করা প্রয়োজন বলে তাকে ইংল্যান্ডের হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

মির্জা ফখরুল বলেন, চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা করছেন এবং আশা করা যায় কাতার থেকে আগামীকাল এয়ার অ্যাম্বুলেন্স এলে পরশু (৭ ডিসেম্বর) তাকে ইংল্যান্ডে নিয়ে যাওয়া হতে পারে। তবে বেগম জিয়া এখনো গুরুতর অসুস্থ। তিনি ফ্লাই করতে পারবেন কি না, ডাক্তাররা সেটি নিশ্চিত করলেই তাকে নিয়ে যাওয়া সম্ভব।

উল্লেখ্য, বয়োজ্যেষ্ঠ সা‌বেক প্রধানমন্ত্রী ও বিএন‌পি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছেন। শ্বাসকষ্ট দেখা দিলে গত ২৩ নভেম্বর রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। মেডিকেল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে ‌সেখানে তার চিকিৎসা চলছে।

ভোটে যারাই নির্বাচিত হবে তাদের সঙ্গেই কাজ করব

হাফিজ উদ্দিন খানের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

প্রার্থীদের প্রচারণার সীমারেখা: কী করা যাবে, কী যাবে না

নির্বাচন সামনে রেখে দিল্লিতে বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র

দেড় যুগ পর মুক্ত পরিবেশে আজ নির্বাচনি প্রচার শুরু

গণভোটে ‘হ্যাঁ’ মানে জনগণের হাতে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেওয়া

১ সপ্তাহের মধ্যে নির্বাচন কেন্দ্রে বিদ্যুৎ সরবরাহের নির্দেশ জ্বালানি উপদেষ্টার

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিনের ইন্তেকাল

কোন আসনে সর্বোচ্চ ও কোন আসনে সর্বনিম্ন প্রার্থী

৭ দিনের মধ্যে সব ভোটকেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের নির্দেশ