হোম > জাতীয়

জামায়াতপন্থিদের নিয়ে বিজয় দিবস উদযাপন করায় তোপের মুখে পবিপ্রবি উপাচার্য

আমার দেশ অনলাইন

মহান বিজয় দিবস অনুষ্ঠানে জামায়াত ও ছাত্রশিবিরপন্থিদের নিয়ে উদযাপন করায় বিএনপিপন্থি শিক্ষক-শিক্ষার্থীদের তোপের মুখে পড়লেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম।

অনুষ্ঠান বয়কটসহ বিক্ষোভ প্রদর্শন করে এর প্রতিবাদ জানিয়েছেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহানের নেতৃত্বে বিএনপিপন্থি শিক্ষক-শিক্ষার্থীরা। পরবর্তীতে আলাদাভাবে বিজয় দিবস উদযাপন করেন তারা।

এ সময় ক্যাম্পাসের হেলথ কেয়ার সংলগ্ন স্থানে তাদের লক্ষ্য করে নানা স্লোগান দেন বিএনপি-ছাত্রদলপন্থি শিক্ষক ও শিক্ষার্থীরা।

তারা উপাচার্যসহ জামায়াত-শিবিরপন্থি শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশে রাজাকারের আস্তানা এ ক্যাম্পাসে হবে না, রাজাকারের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও বলে স্লোগান দেন। পরে সকাল সাড়ে ১০টায় উপ-উপচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান ও বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন ইউট্যাবের পবিপ্রবির সভাপতি ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার অধ্যাপক ড. মামুন অর রশিদের নেতৃত্বে একটি বিজয় র‌্যালি বের হয়। সেখানেও রাজাকারবিরোধী নানা স্লোগান দেওয়া হয়।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম প্রশাসনিক ভবনের সামনে ট্রেজারার অধ্যাপক আব্দুল লতিফসহ জামায়াত-ছাত্রশিবিরপন্থি শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে পুষ্পস্তবক অর্পণের জন্য শহীদ মিনারের উদ্দেশে রওনা দেন।

এ বিষয়ে পবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান বলেন, বিজয়ের মতো মহান দিবসকে উপাচার্য একাত্তরের পরাজিত শক্তিকে নিয়ে উদযাপন করবে, এটা সহ্য করা যায় না। এ ছাড়া অনেক দিন তাকে সতর্ক করা হয়েছে।

অভিযোগের বিষয়ে পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, এটা জাতীয় প্রোগ্রাম। আমরা সবাইকে দাওয়াত দিয়েছিলাম।

আজ ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বিজয় দিবসে গুণীজন সম্মাননা পেলেন সৈয়দা ইকবাল মান্দ বানু

বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষক মিশন নিয়োগ ইউরোপীয় ইউনিয়নের

হাদিকে গুলি: ফয়সালের বাবা-মা আটক, তিন অস্ত্র ও গুলি উদ্ধার

হাদিকে গুলি: ফয়সালের বোনের বাসার পাশ থেকে গুলি–ম্যাগাজিন উদ্ধার

হাদিকে গুলি: মূল অভিযুক্ত ফয়সালের বাবা গ্রেপ্তার, ৩ অস্ত্র উদ্ধার

ফিরে এসো হাদি, প্রার্থনায় সয়লাব সামাজিক মাধ্যম

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: চার দিনে গ্রেপ্তার ২৪৩৩

হাদিকে গুলি, যে কারণে ফিলিপ স্নালকে খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী

বিজয় দিবসের আগে প্রাথমিক স্তরের শতভাগ পাঠ্যবই ছাপা শেষ