হোম > জাতীয়

আগামীর শাসকদের হাসিনার পরিণতি মনে রাখতে হবে: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

আগামীতে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন, তাদের ছাত্র-জনতার জুলাই আন্দোলন ও শেখ হাসিনার পরিণতি স্মরণ রাখতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘৩৬ জুলাই’ উদযাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “আগামীর বাংলাদেশে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন, সে যেই হোক -এই জুলাইকে তাদের মনে রাখতে হবে। যাদের মনে ফ্যাসিবাদী হয়ে ওঠার আকাঙ্ক্ষা আছে, শেখ হাসিনার পরিণতি তাদের মনে রাখতে হবে”।

স্থানীয় সরকার উপদেষ্টা আরও বলেন, “বাংলাদেশের জনগণ আগের ইতিহাস বারবার নিশ্চিত করেছে এবং ভবিষ্যতেও করবে। আমাদের শহীদ ভাই-বোন ও আহতরা যে পথ দেখিয়েছেন, বাংলাদেশকে সার্বভৌম, স্বাধীন এবং জনগণের ক্ষমতার বাস্তবায়ন করার জন্য আমরা সেই পথ সারাজীবন অনুসরণ করব।”

তিনি বলেন, “জুলাই ২০২৪ শেষ হয়ে যায়নি। আজকের এই বিপুল জনসমাগম প্রমাণ করে যে জুলাই চলমান আছে। বাংলাদেশের ইতিহাসের সঙ্গে ভবিষ্যতে জুলাই সর্বদা জীবিত থাকবে।”

তিনি আরও যোগ করেন, “বিজয়, মুক্তি এবং স্বাধীনতার এক বছর। গত বছর আজকের এই দিনে ছাত্র-জনতা সংসদ ও গণভবন দখলে নিয়েছিল। তারা বিশ্বকে স্পষ্টভাবে এই সংবাদ জানিয়ে দিয়েছিল যে এগুলো এ দেশের জনগণের। আর যেন কোনো শাসক শোষক হয়ে উঠতে না পারে, কোনো সরকার যেন ফ্যাসিবাদী বা স্বৈরাচারী হয়ে উঠতে না পারে, সেই বার্তা আজকের এই দিনে দেওয়া হয়েছিল।”

শীতলতম মাসেও স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি তাপমাত্রা

স্বরাষ্ট্র উপদেষ্টা নামে রাজশাহীর ডিসিকে বার্তা পাঠানো যুবক গ্রেপ্তার

বাংলাদেশের পরিবর্তন করতে হলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে

৮০ লাখ টাকা খরচে যুক্তরাষ্ট্রে, ৩৬ বাংলাদেশি ফিরলেন খালি হাতে

পদ্মা সেতুর টোল থেকে ৩ হাজার কোটি টাকা আয়

ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনে প্রায় ৭২ কোটি টাকা বরাদ্দ

রমজানের আগে এলপিজি সরবরাহ স্বাভাবিক করার উদ্যোগ

পোস্টাল ব্যালট সফল হলে বিশ্বে বাংলাদেশের নাম উজ্জ্বল হবে: সিইসি

পদ্মা সেতুতে টোল আদায়ে ৩ হাজার কোটি টাকার মাইলফলক স্পর্শ

জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান মুক্তিযোদ্ধা সংসদের