হোম > জাতীয়

নির্বাচন সামনে রেখে পুলিশের মাঠপ্রশাসনে বড় পরিবর্তন

লটারিতে ৬৪ জেলার এসপি রদবদল

স্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামী মাসেই ঘোষণার কথা রয়েছে। এবারের ভোট অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে সরকার মাঠপ্রশাসন গোছানোর কাজ করছে ‍পুরোদমে। পিছিয়ে নেই পুলিশ প্রশাসনও। ভেঙে পড়া পুলিশিব্যবস্থা সচল করার চেষ্টা চলছে সমানতালে। ইতোমধ্যে আওয়ামী লীগ সরকারঘেঁষা কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ সব পদ থেকে সরিয়ে বঞ্চিত কর্মকর্তাদের দিয়ে সাজানো হয়েছে পুলিশ বাহিনী। এর অংশ হিসেবে ৩৩ কর্মকর্তাকে উপমহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি এবং ৬৪ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) পদায়ন করেছে সরকার।

নির্বাচন সামনে এলেই সব সময় পুলিশের ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়। এরই ধারাবাহিকতায় নতুন করে পদায়ন করা কর্মকর্তারা নির্বাচনকালীন দায়িত্ব পালন করবেন। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মাহবুবুর রহমান স্বাক্ষরিত কয়েকটি প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।

এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, লটারির মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় এসপি নিয়োগ করা হলেও কোনো মেধাবীরা বাদ পড়েননি। আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নির্ভর করে এসপি নিয়োগে তিনটি ক্যাটাগরি করা হয়। সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

লটারিতে মেধাবী নির্ধারণ হয়নি, শুধু কে কোন জেলায় যাবেন সেটা নির্ধারণ করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এসপি নিয়োগে লটারি কীভাবে হলো—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা তিনটি ক্যাটাগরি নির্ধারণ করেছি—‘এ’, ‘বি’ ও ‘সি’। এটি জেলার আয়তনের ভিত্তিতে করা হয়নি, বরং আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নেওয়া হয়েছে।

৩৩ কর্মকর্তাকে পদোন্নতি

একটি প্রজ্ঞাপনে ৩১ জনকে এবং আরেকটিতে দুজনকে ডিআইজি পদে পদোন্নতি দেওয়ার তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মাহাবুবুর রহমান প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেন। সেখানে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ যোগ দেওয়ার তারিখ থেকে কার্যকর হবে।

৬৪ জেলার এসপি রদবদল

পদায়ন করা পুলিশ সুপাররা হলেন—ঢাকার জেলার আনিসুজ্জামানকে কুমিল্লায়, নারায়ণগঞ্জের মোহাম্মদ জসীম উদ্দিনকে কুষ্টিয়ায়, মুন্সীগঞ্জের মুহাম্মদ শামসুল আলম সরকারকে টাঙ্গাইলে, গাজীপুরের ড. চৌধুরী মোহাম্মদ যাবের সাদেককে জামালপুরে, নরসিংদীর মেনহাজুল আলমকে মুন্সীগঞ্জে, মানিকগঞ্জের ইয়াছমিন খাতুনকে হবিগঞ্জে, টাঙ্গাইলের মিজানুর রহমানকে ময়মনসিংহে, ফরিদপুরের পুলিশ সুপার হিসেবে বদলির আদেশপ্রাপ্ত মারুফাত হুসাইনকে রংপুরে, পিবিআইয়ের শাহাদাত হোসেনকে বগুড়ায়, শরীয়তপুরের নজরুল ইসলামকে ফরিদপুরে, রাজবাড়ীর কামরুল ইসলামকে শেরপুরে, মাদারীপুরের মোহাম্মদ নাঈমুল হাসানকে রাজশাহীতে।

কিশোরগঞ্জের মোহাম্মদ হাসান চৌধুরীকে বাগেরহাটে, পঞ্চগড়ের মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে নারায়ণগঞ্জে, নেত্রকোনার মির্জা সায়েম মাহমুদকে খাগড়ছড়িতে, জামালপুরের সৈয়দ রফিকুল ইসলামকে যশোরে, গাজীপুরের জিএমপিতে উপপুলিশ কমিশনার রবিউল হাসানকে চাঁদপুরে, চট্টগ্রামের সাইফুল ইসলাম সানতুকে সিরাজগঞ্জে, ঢাকার ডিএমপিতে উপপুলিশ কমিশনার শফিকুল ইসলামকে ফেনীতে, রাঙামাটির ড. এসএম ফরহাদ হোসেনকে কিশোরগঞ্জে।

খাগড়াছড়ির আরেফিন জুয়েলকে সাতক্ষীরায়, বান্দরবানের শহিদুল্লাহ কাওছারকে ভোলায়, নোয়াখালীর আবদুল্লাহ আল ফারুককে নরসিংদীতে, ঢাকার ডিএমপির উপপুলিশ কমিশনার আবদুর রউফকে ব্রাহ্মণবাড়িয়ায়, ফেনীর হাবিবুর রহমানকে মাগুরায়, কুমিল্লার মোহাম্মদ নাজির আহমেদ খানকে চট্টগ্রামে, চাঁদপুরের মুহাম্মদ আবদুর রকিবকে রাঙামাটিতে, ব্রাহ্মণবাড়িয়ার এহতেশামুল হককে মাদারীপুরে, সিলেটের মোহাম্মদ মাহবুবুর রহমানকে খুলনায়।

গোপালগঞ্জের মিজানুর রহমানকে ঝালকাঠিতে, বগুড়ার এপিবিএনের মাহফুজ আফজালকে ঝিনাইদহে, পুলিশ সুপার হবিগঞ্জ জেলা হিসেবে বদলির আদেশপ্রাপ্ত গৌতম কুমার বিশ্বাসকে চাঁপাইনবাবগঞ্জে, খুলনার টিএম মোশাররফ হোসেনকে নোয়াখালীতে, ঝিনাইদহের মোহাম্মদ মনজুর মোরশেদকে রাজবাড়ীতে, সাতক্ষীরার মোহাম্মদ মনিরুল ইসলামকে চুয়াডাঙ্গায়, বাগেরহাটের আসাদুজ্জামানকে লালমনিরহাটে, যশোরের রওনক জাহানকে শরীয়তপুরে।

মাগুরার মিনা মাহমুদাকে জয়পুরহাটে, নড়াইলের রবিউল ইসলামকে পঞ্চগড়ে, পটুয়াখালীর আনোয়ার জাহিদকে পাবনায়, মেহেরপুরের মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে পিরোজপুরে, বরিশালের শরিফ উদ্দীনকে গাজীপুরে, বগুড়ার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট বেলাল হোসেনকে ঠাকুরগাঁওয়ে, পিবিআইয়ের আবদুর রহমানকে বান্দরবানে, ঝালকাঠির উজ্জ্বল কুমার রায়কে মেহেরপুরে, বরগুনার মোহাম্মদ আল মামুন শিকদারকে নড়াইলে, পিবিআইয়ের আবু ইউসুফকে পটুয়াখালীতে, রাজশাহীর ফারজানা ইসলামকে বরিশালে, এসপিবিএনের জসিম উদ্দীনকে গাইবান্ধায়।

ডিএমপির উপপুলিশ কমিশনার খন্দকার ফজলে রাব্বিকে কুড়িগ্রামে, নাটোরের মোহাম্মদ তারিকুল ইসলামকে নওগাঁয়, বগুড়ার জেদান আল মুসাকে দিনাজপুরে, জয়পুরহাটের মুহাম্মদ আবদুল ওয়াহাবকে নাটোরে, পুলিশ সদর দপ্তরের হাবীবুল্লাহকে গোপালগঞ্জে, পাবনার পুলিশ সুপার হিসেবে বদলির আদেশপ্রাপ্ত এএনএম সাজেদুর রহমানকে কক্সবাজারে, ময়মনসিংহের কাজী আখতার উল আলমকে সিলেটে, দিনাজপুরের পুলিশ সুপার হিসেবে বদলির আদেশপ্রাপ্ত মিজানুর রহমানকে ঢাকা জেলায়, ঠাকুরগাঁওয়ের শেখ জাহিদুল ইসলামকে নীলফামারীতে, সিআইডির আবু তারেককে লক্ষ্মীপুরে, গাইবান্ধার পুলিশ সুপার হিসেবে বদলির আদেশপ্রাপ্ত মোহাম্মদ সারওয়ার আলমকে মানিকগঞ্জে, নীলফামারীর পুলিশ সুপার হিসেবে আদেশপ্রাপ্ত মোহাম্মদ বিল্লাল হোসেনকে মৌলভীবাজারে, পিবিআইর কুদরত-ই-খুদাকে বরগুনায় এবং লালমনিরহাটের তারিকুল ইসলামকে নেত্রকোনায়।

অন্যদিকে ১৩ জেলার এসপিকে কোনো জেলায় দায়িত্ব দেওয়া হয়নি। তাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তারা হলেন—মৌলভীবাজারের এসপি এমকেএইচ জাহাঙ্গীর হোসেনকে এসবিতে, রংপুরের এসপি আবু সাইমকে ডিএমপিতে, সুনামগঞ্জের এসপি তোফায়েল আহম্মেদকে খুলনা রেঞ্জে, শেরপুরের এসপি আমিনুল ইসলামকে পিবিআইতে, কুড়িগ্রামের এসপি মাহফুজুর রহমানকে রংপুরের আরপিএমপিতে, পিরোজপুরের এসপি খান মুহাম্মদ আবু নাসেরকে এপিবিএনে ও সিরাজগঞ্জের এসপি ফারুক হোসেনকে আরএমপিতে বদলি করা হয়েছে।

এছাড়া নওগাঁর এসপি মোহাম্মদ সাফিউল সানোয়ারকে পিবিআইতে, লক্ষ্মীপুরের এসপি আকতার হোসেনকে পিবিআইতে, কক্সবাজারের এসপি সাইফউদ্দীন শাহীনকে সিআইডিতে, চাঁপাইনবাবগঞ্জের এসপি রেজাউল করিমকে ডিএমপিতে, কুষ্টিয়ার এসপি মিজানুর রহমানকে এসবিতে এবং ভোলার এসপি মোহাম্মদ শরীফুল হককে পিবিআইতে বদলি করা হয়েছে।

পোস্টাল ভোট নিয়ে প্রবাসীদের সুখবর দিল ইসি

চট্টগ্রাম বন্দর উন্নয়নে স্বচ্ছতার স্বার্থে চুক্তিপ্রক্রিয়া প্রকাশ করুন: টিআইবি

এবার প্রাথমিক শিক্ষকদের ‘লাগাতার’ কর্মবিরতির ঘোষণা

নিয়োগ বঞ্চিত ৭৫৭ এসআই-সার্জেন্টদের চাকরি নিশ্চিতের দাবি

অতন্দ্রানু রিপার বক্তব্য প্রসঙ্গে আলী রীয়াজের বিবৃতি

সাবেক মন্ত্রী ফরহাদ হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

১৬৬ উপজেলায় নতুন ইউএনও

দুর্যোগে প্রতিবন্ধী ও নারীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখার আহ্বান

হাসিনাকে প্রত্যর্পণে বাংলাদেশের ‘অনুরোধ’ পর্যালোচনা করছে ভারত

হাসিনা-কামালের বিরুদ্ধে ইন্টারপোলে নোটিশ জারি প্রক্রিয়াধীন