হোম > জাতীয়

অস্থিরতার যুগে বিচার বিভাগই হতে পারে জাতির ভরসা: প্রধান বিচারপতি

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, অস্থিরতার যুগে বিচার বিভাগের স্থিরতা, সংযম, সততা ও সাহস এ চারটি গুণই জাতির স্থিতিশীলতার সবচেয়ে স্থায়ী ভরসা হয়ে উঠতে পারে। বিচার বিভাগ ব্যর্থ হলে রাষ্ট্র ও গণতন্ত্র ব্যর্থ হয়ে যায়। সংবিধান নির্বাক হয়ে যায় এবং মানুষের আশা ধ্বংস হয়।

শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত তিন দিনব্যাপী ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৫’ আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী সেশনে তিনি একথা বলেন।

সৈয়দ রেফাত আহমেদ বলেন, গত কয়েক মাসে আমরা দেশে অভূতপূর্ব বিচারিক রোডশোর মাধ্যমে এই রোডম্যাপ দেশজুড়ে পৌঁছে দিয়েছি। এতে আমরা প্রত্যক্ষ করেছি এক অনুপ্রেরণাদায়ী দৃশ্য—একটি বিচার বিভাগ, যে তার প্রাতিষ্ঠানিক নিয়তির অভিভাবকত্ব পুনরুদ্ধারে সংকল্পবদ্ধ এবং একটি আইনজীবী সমাজ, যারা তাদের নাগরিক দায়িত্ব নতুন করে উপলব্ধি করছে।

তিনি বলেন, গত এক বছরে আমরা এই বিচারব্যবস্থাকে সক্রিয় করতে চেয়েছি। সার্ভিস কাঠামোয় প্রাতিষ্ঠানিক সংস্কার, ক্যারিয়ার পথের স্বাভাবিকীকরণ এবং সুপ্রিম কোর্ট সেক্রেটারিয়েট অর্ডিন্যান্স প্রণয়নের ভিত্তি স্থাপনের মাধ্যমে। এগুলো শুধুই আমলাতান্ত্রিক পুনর্বিন্যাস নয়—এগুলো সাংবিধানিক পুনর্নির্মাণ, যার লক্ষ্য ভারসাম্য, স্বাধীনতা ও প্রশাসনিক শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করা।

প্রধান বিচারপতি বলেন, বছরের প্রতিটি রায় শুধু বিচারিক ঘোষণা নয়, এটি একটি বীজ, যা আমরা প্রতিষ্ঠানগত সংস্কারের উর্বর মাটিতে রোপণ করেছি। আশা করছি এটি ভবিষ্যতে দৃঢ়তর সাংবিধানিক সংস্কৃতিতে পরিণত হবে।

তিনি আরো বলেন, অস্থির সময়ে কেবল বিচার বিভাগই সম্পূর্ণ কার্যকর ছিল। অনিশ্চয়তার সেই মাসগুলোতে বিচার বিভাগ ছিল একমাত্র পূর্ণ কার্যকর সাংবিধানিক অঙ্গ। ফলে তাকে একইসঙ্গে বিনয়ী ও দৃঢ় অবস্থান নিতে হয়েছিল।

সিজিএস এর প্রেসিডেন্ট জিল্লুর রহমানের সভাপতিত্বে সেশনটিতে আরো বক্তব্য রাখেন- অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এম তৌহিদ হোসেন, সিজিএসর নির্বাহী পরিচালক পারভেজ করিম আব্বাসী প্রমুখ।

ঢাকায় ইমাম–খতিবদের জাতীয় সম্মেলন রোববার

রাজধানীতে ফার্নিচারের দোকানী গুলিবিদ্ধ

টেলিকমে পুরোনো লাইসেন্স ব্যবস্থায় ফেরার সুযোগ নেই

রাতে ডিবি কার্যালয়ে খাবার মেন্যু কী ছিল, জানালেন সাংবাদিক সোহেল

আওয়ামী মার্কা নির্বাচন আর দেখতে চাইনা, ইওএসকে রাজনৈতিক নেতৃবৃন্দ

যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণের প্রথম ব্যাচের প্রশিক্ষণ সমাপ্ত

পলাশ নয়, সর্বশেষ ভূমিকম্পের উৎপত্তি ঢাকার বাড্ডায়

নরসিংদী কেন বার বার ভূমিকম্পের কেন্দ্র!

কয়েক ঘন্টার ব্যবধানে ফের ভূমিকম্পে কাঁপলো দেশ

ঢাকায় ফের ভূমিকম্প অনুভূত