হোম > জাতীয়

শামছুল ইসলামের বিরুদ্ধে জিডি প্রত্যাহারের দাবি ডিইউজের

সংবাদ প্রকাশের জের

স্টাফ রিপোর্টার

সংবাদ প্রকাশের জের ধরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্য ও নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার শামছুল ইসলামের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নেত্রকোনার সাবেক ডিসি বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব বনানী বিশ্বাস। গত ৫ নভেম্বর রাজধানীর রমনা মডেল থানায় জিডিটি করেন তিনি।

এ ঘটনার নিন্দা জানিয়ে জিডি প্রত্যাহারের দাবি জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। শুক্রবার ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম এক বিবৃতিতে সুনির্দিষ্ট তথ্য উপাত্তের ভিত্তিতে শামছুল ইসলাম যে রিপোর্ট করেছেন, নিয়ম অনুযায়ী তার প্রতিবাদ না করে গত ৫ নভেম্বর রাজধানীর রমনা মডেল থানায় জিডি করেন। তারা অবিলম্বে জিডি প্রত্যাহারের দাবি জানান।

প্রসঙ্গত, শামছুল ইসলাম জানান, ওই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির সংবাদ প্রকাশের পর প্রাথমিক তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তাকে নেত্রকোনার ডিসি পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসনে ন্যস্ত করা হয়। এরপর এই কর্মকর্তার বিরুদ্ধে ওঠা অভিযোগ আনুষ্ঠানিকভাবে তদন্ত করছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ ঘটনায় প্রতিহিংসা পরায়ন হয়ে এই কর্মকর্তা আমাকে ভয়ভীতি দেখানো ও হয়রানির উদ্দেশ্যে এই জিডি করেছেন। জিডিতে বনানী বিশ্বাস যে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও সাংবাদিকতার স্বাধীনতায় হস্তক্ষেপ।"

ডিইউজে নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনা বেড়েছে, যা উদ্বেগজনক। বেশিরভাগ ক্ষেত্রেই এসব ঘটনার প্রকৃত বিচার হচ্ছে না। এজন্য হামলা ও হয়রানির ঘটনা বেড়ে চলেছে। সংবাদ প্রকাশ করা একজন সাংবাদিকের পেশাগত দায়িত্ব। সে দায়িত্ব পালনে যে কোনো ঘটনা একজন সাংবাদিক তুলে ধরতে পারেন। বনানী বিশ্বাসের বিরুদ্ধে নিউজ হবার পর তাকে প্রত্যাহার করা তার দুর্নীতি সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ।

এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ডিআরইউ নেতৃবৃন্দ।

রিজভীর পা ছুঁয়ে সালাম করা সেই পুলিশ সার্জেন্ট ক্লোজড

বুড়িগঙ্গায় জবির ২০ শিক্ষার্থী নিয়ে নৌকাডুবি

৭৫-এর বিপ্লব ও জুলাই গণঅভ্যুত্থান একই প্রেক্ষাপটে সৃষ্টি

ডেঙ্গু ছড়ানোর এডিস মশা চিনবেন যেভাবে

শহীদ মিনারে শনিবার প্রাথমিক শিক্ষকদের অবস্থান কর্মসূচি

দক্ষ জনশক্তি দেশ গঠনের মূল ভিত্তি: প্রধান উপদেষ্টা

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে জিডি, বিভিন্ন সংগঠনের নিন্দা

সংস্কারের বিরুদ্ধে গিয়ে মুজিববাদকে প্রাসঙ্গিক করে তুলছে

শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সেনাপ্রধানকে নিয়ে মিথ্যা প্রচারণা, সতর্ক থাকার আহ্বান