হোম > জাতীয়

গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সাথে এফআইডিএইচ সভাপতির বৈঠক

স্টাফ রিপোর্টার

গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সাথে ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস (এফআইডিএইচ) সভাপতি এলিস মোগউই এর এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার গুলশানে কমিশনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এফআইডিএইচ সভাপতিকে স্বাগত জানান এবং কমিশনের চলমান কার্যক্রম, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনার সারসংক্ষেপ তুলে ধরেন।

বৈঠকে মানবাধিকার লঙ্ঘনের অন্যতম উদ্বেগজনক দিক- 'গুম' বিষয়ে বিশদ আলোচনা হয়। এতে গুম সংক্রান্ত অভিযোগের তদন্ত, তথ্য সংগ্রহ, ভুক্তভোগী ও তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ, সাইকোলজিক্যাল কাউন্সেলিং, ক্ষতিপূরণ এবং পুনর্বাসনসহ ভবিষ্যৎ কার্যক্রম সংক্রান্ত নানা দিক উঠে আসে। পাশাপাশি গাজাসহ বৈশ্বিক ও বাংলাদেশের সার্বিক মানবাধিকার পরিস্থিতিও আলোচনায় স্থান পায়।

এফআইডিএইচ সভাপতি মানবাধিকার প্রতিষ্ঠায় কমিশনের কার্যক্রমের প্রশংসা করেন এবং আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করার আশ্বাস দেন। তিনি বলেন, গুম একটি আন্তর্জাতিক অপরাধ এবং এ বিষয়ে কমিশনের ভূমিকা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বৈঠকে উভয় পক্ষ গুম প্রতিরোধ ও ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

ঘন্টাব্যাপী অনুষ্ঠিত বৈঠকে কমিশনের সদস্য মো: সাজ্জাদ হোসেন এবং ড. নাবিলা ইদ্রিস উপস্থিত ছিলেন।

সারা দেশে মোবাইলের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ

সেনা অফিসারদের হত্যার পরিকল্পনা আ.লীগের ৬ নেতার

কওমি ডিগ্রিধারীদের সুখবর দিলেন আইন উপদেষ্টা

আন্তর্জাতিক প্রটোকল মেনেই জুলাই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান

নির্বাচনের তফসিল চূড়ান্তে বৈঠকে বসেছে ইসি

‘আর্মির বিরুদ্ধে লড়বো, ঐক্যবদ্ধ থাকো’

সংসদ নির্বাচনের ব্যালটে থাকছে না ৪টি দলের প্রতীক

পোস্টাল ব্যালটে ভোট দিতে ২ লাখ ২২ হাজার প্রবাসীর নিবন্ধন

মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে খালেদা জিয়াকে বিদেশে নেওয়া স্থগিত

জুলাই যোদ্ধাদের রক্ত, অঙ্গ ও জীবনের বিনিময়ে আজ আমরা কথা বলতে পারছি