হোম > জাতীয়

জুলাই গণঅভ্যূত্থানের বিজয় অর্জনে প্রবাসীদের ত্যাগ অতুলনীয়: আসিফ নজরুল

স্টাফ রিপোর্টার

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, প্রবাসীরা জাতীয় অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। জুলাই গণঅভ্যূত্থানের বিজয় অর্জনে প্রবাসীদের সমর্থন এবং তাদের ত্যাগ অতুলনীয়। তাদের কল্যাণে সরকার বদ্ধপরিকর।

মঙ্গলবার প্রবাসী কল্যাণ ভবনে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ক্ষুদ্র উদ্যোক্তা বিনিয়োগ বা রেমিট্যান্সের সর্বোত্তম ব্যবহার বিষয়ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন

আসিফ নজরুল বলেন, সরকার এই প্রথমবারের মতো প্রবাসীদের জন্য ভোটাধিকার চালু করেছে। এর ফলে তারা প্রবাসে বসেও ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। মালয়েশিয়ায় প্রবাসী কর্মীদের জন্য মাল্টিভিসার ব্যবস্থা করা হয়েছে। কর্মী নিয়োগ নিয়ে সৌদি আরবের সঙ্গে চুক্তি সই করেছে বাংলাদেশ। সৌদি আরব ও বাংলাদেশের দীর্ঘ ৫০ বছরের কূটনৈতিক সম্পর্কের ইতিহাসে এবারই প্রথম সাধারণ কর্মী নিয়োগসংক্রান্ত আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হলো।

এ চুক্তির মাধ্যমে বাংলাদেশ থেকে সৌদি আরবে বিভিন্ন পেশায় দক্ষ কর্মী নিয়োগ বাড়বে এবং কর্মী ও নিয়োগকর্তার অধিকার ও স্বার্থ অধিকতর সুরক্ষিত হবে বলে উপদেষ্টা উল্লেখ করেন।

তিনি বলেন, ডিজিটাইজ পদ্ধতিতে কর্মী প্রেরণ আমরা শুরু করেছি। দক্ষতার ভিত্তিতে শ্রমিক পাঠানোর উদ্যোগ আমরা গ্রহণ করেছি। আমরা জর্ডানে বিনা ফিতে ও জড়িমানা ছাড়া নারী শ্রমিকদের রেজিস্টেশনের ব্যবস্থা করেছি। তিনি বলেন, প্রবাসীরা দেশে আসার সময় আগে বিনা শুল্কে একটি মোবাইল সাথে করে আনতে পারতেন, আমরা এটি বৃদ্ধি করে দুটি আনার ব্যবস্থা করেছি। বিমান বন্দরে প্রবাসীদের জন্য প্রবাসী লাউঞ্জ স্থাপন করা হয়েছে এবং প্রবাসীদের আংশিক মালিকানায় হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেয়া হয়। আগামী দিনে এ ধারা অব্যাহত থাকলে প্রবাসীদের কল্যাণে মাইল ফলক অগ্রগতি অর্জিত হবে বলে তিনি উল্লেখ করেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া, ইফাদ এর কান্ট্রি ডিরেক্টর ড. আইআর ভ্যালেন্টাইন আচাঞ্চ বক্তৃতা করেন।

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন নেপাল ও শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার মৃত্যুতে শোক বইয়ে ৩ উপদেষ্টার স্বাক্ষর

খালেদা জিয়াকে নিয়ে হাসিনার যত ব্যঙ্গ-বিদ্রুপ

বুধবার ছুটির আওতায় পড়বে না যেসব প্রতিষ্ঠান

খালেদা জিয়ার কফিন বহন করতে চান— কে এই হাসানুল ও শহিদুল্লাহ

বাণিজ্য মেলার তারিখ পরিবর্তন

খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বনেতাদের শোক

খালেদা জিয়ার নামাজে জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা

আগামী ৩ দিন কেমন থাকবে আবহাওয়া, যা জানা গেলো

জিয়া উদ্যানে শুরু হয়েছে কবর খননের কাজ