হোম > জাতীয়

ডা. জাকির নায়েকের সফর বাতিল করায় বিস্মিত আয়োজকরা

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

হঠাৎ করে গত ৪ নভেম্বর ২০২৫ তারিখ রাত ১১টার দিকে পত্রিকার প্রকাশিত কিছু সংবাদে দেখা যায়, বিশ্ববিখ্যাত ইসলামি বক্তা ডা. জাকির নায়েকের বাংলাদেশ সফরের অনুমতি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডা. জাকির নায়েকের সফর বাতিল করার সংবাদে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ গভীরভাবে বিস্মিত ও উদ্বিগ্ন।

বৃহস্পতিবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগ প্রকাশ করে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট কর্তপক্ষ।

প্রতিষ্ঠানটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ২৫ বছর ধরে দেশ-বিদেশের অনেক সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন ইভেন্ট, অনুষ্ঠান ও আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করে আসছি। এর ধারাবাহিকতায় গত ৪-৫ বছর প্রচেষ্টার পর ২০২৫ সালের ৩১ জুলাই বিশ্ববিখ্যাত ইসলামিক বক্তা ডা. নায়েকের পক্ষ থেকে বাংলাদেশ সফর ও লেকচার প্রোগ্রামে অংশগ্রহণের বিষয়ে লিখিত সম্মতি প্রদান করেন।

পরবর্তীতে আমরা বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট দপ্তরসমূহে প্রয়োজনীয় অনুমতির জন্য আনুষ্ঠানিক আবেদন করি। সেই পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গত ২৫ আগস্ট প্রদান করা চিঠি অনুযায়ী এবং পরবর্তীতে ১৭ সেপ্টেম্বর প্রদান করা চিঠি অনুযায়ী উক্ত অনুষ্ঠানের জন্য আনুষ্ঠানিক অনুমোদন, নিরাপত্তা সংক্রান্ত অনাপত্তি ও সার্বিক সহায়তা প্রদানের নির্দেশ প্রদান করা হয়।

তারা আরও বলেন, অনুমোদন পাওয়ার পর আমরা দেশীয় ও আন্তর্জাতিক মানদণ্ডে অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি শুরু করি, যার মধ্যে রয়েছে ৫-তারকা হোটেল, ভেন্যু, লজিস্টিকস, মার্কেটিং, প্রোডাকশনসহ অন্যান্য অপরিহার্য খাতে কোটি কোটি টাকা ব্যয় হয়ে গিয়েছে। হঠাৎ করেই গত ৪ নভেম্বর রাত ১১টার দিকে পত্রিকার প্রকাশিত কিছু সংবাদে দেখা যায়, বিশ্ববিখ্যাত ইসলামি বক্তা ডা. জাকির নায়েকের বাংলাদেশ সফরের অনুমতি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট সর্বদা আইন, নীতি ও প্রশাসনিক নির্দেশনা মেনে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় রাখবে। আমরা আন্তরিকভাবে আশাবাদী যে, এ বিষয়টি ইতিবাচকভাবে সমাধান হবে এবং বাংলাদেশের ধর্মপ্রাণ জনগণ তাদের বহুল কাঙ্খিত একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মানের ধর্মীয় মেগা লেকচার সিরিজ দেখার সুযোগ পাবে।

কমিশনের মোট ব্যয় ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন খাতে ৪৫ লাখ

৮ নভেম্বরকে ‘গণপ্রকৌশল দিবস’ ঘোষণার দাবি

সংসদ নির্বাচনে প্রতিবন্ধীদের ভাবনা জানতে চায় ইসি

ইসির নিবন্ধন পেল দেশি ৬৬ নির্বাচন পর্যবেক্ষক সংস্থা

৫২৫ কোটি টাকা আত্মসাৎ: ৬ রিক্রুটিং এজেন্সির নামে মামলা

স্ত্রীসহ সাবেক সেনা কর্মকর্তা সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

শুক্রবার থেকে ২২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

আগামী বৃহস্পতিবারের মধ্যে সিসিটিভি যুক্ত ভোটকেন্দ্রের তালিকা চায় ইসি

জাতীয় লজিস্টিকস নীতি-২০২৫ অনুমোদন, বিনিয়োগ ও রপ্তানিতে আসবে গতি

জাতিসংঘে আ.লীগের চিঠি, যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা