হোম > জাতীয়

শাহবাগ অবরোধ: উপদেষ্টারা না আসা পর্যন্ত অবস্থানের ঘোষণা

আমার দেশ অনলাইন

জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থী ও জনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন। শুক্রবার জুমার নামাজের পর তারা এ কর্মসূচি পালন করেন।

এদিকে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের ঘোষণা দিয়ে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা যতক্ষণ না পর্যন্ত শরিফ ওসমান হাদির বিচার নিয়ে জবাব না দিবে ততক্ষণ পর্যন্ত শাহবাগ ছাড়া হবে না। প্রয়োজনে শাহবাগ চত্বরে রাত্রিযাপনের কথাও জানিয়েছেন তিনি।

আব্দুল্লাহ আল জাবের বলেন, এই সরকারের যারা উপদেষ্টা রয়েছেন, তারা এখানে এসে জনগণের সামনে দাঁড়ানো পর্যন্ত আমরা শাহবাগ ছাড়ব না। প্রয়োজনে প্রাণ দিয়েও আমরা এই অবস্থান ধরে রাখব।

তিনি বলেন, এই জমিন হাদির রক্তে ভিজেছে। অথচ এখন কেউ কেউ এসে আমাদের বলে—এই কাজ করো না, ওই কাজ করো না। কিন্তু আমরা দেখছি, আপনারা ক্যান্টনমেন্টে গিয়ে হাজিরা দিয়ে আসেন। আমাদের আর উপেক্ষা করা চলবে না।

এদিকে একটি বিশ্বস্ত সূত্রে জানা যায়, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শাহবাগে না আসা পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।

গত ১২ ডিসেম্বর নির্বাচনি প্রচারণা শেষে রিকশায় ফেরার পথে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে ওই দিনই এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। পরে ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

রাতভর শাহবাগেই অবস্থানের ঘোষণা বিক্ষোভকারীদের

অন্যায়ের কাছে মাথা নত না করাই সত্যিকারের মানবিকতা

হাদি ইস্যুতে উধাও হয়ে যাচ্ছে ফেসবুক পেজ, নেপথ্যে কি ভারত?

শহীদ হাদির কবর জিয়ারতে আজও মানুষের ঢল

৪ আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট

বিচার না হওয়া পর্যন্ত, আমরা রাজপথ ছাড়ব না: জুমা

ঢাবির ভর্তি পরীক্ষা উপলক্ষে অতিরিক্ত মেট্রোরেল চলবে কাল

প্রধান উপদেষ্টার ফেসবুক থেকে উধাও শহীদ হাদির কবিতা

তারেক রহমানকে স্বাগত জানাতে রেকর্ড উপস্থিতি নির্বাচনের প্রস্তুতির প্রমাণ

তারেক রহমানকে বহনকারী ফ্লাইট ও পাইলট সম্পর্কে যা জানা গেল