হোম > জাতীয়

শুক্র-শনিবার আয়কর রিটার্ন দিতে পারবেন এমপি প্রার্থীরা

স্টাফ রিপোর্টার

জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণেচ্ছু প্রার্থীদের সুবিধার্থে ছুটির দিনে বিশেষ ব্যবস্থা নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। শুক্রবার ও শনিবার ছুটির দিন হওয়ার পরও তারা আয়কর রিটার্ন জমা দিতে পারবেন।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনবিআর।

বিজ্ঞপ্তিতে এনবিআর জানিয়েছে, জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণেচ্ছু প্রার্থীদের সুবিধার্থে ছুটির দিনে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। তাদের অনলাইনে রিটার্ন দাখিল সহজ করতে জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিটের সহযোগিতায় ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিটস্থ কার্যালয়ে ‘হেল্পডেস্ক’ চালু করা হয়েছে। এ হেল্পডেস্কে অনলাইনে রিটার্ন দাখিল সংক্রান্ত সেবা প্রদান করা হবে।

বিজ্ঞপ্তিতে এনবিআর আরো জানিয়েছে, শুক্রবার বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) সাততলায় ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিটের কর কমিশনারের কার্যালয় অনলাইনের রিটার্ন জমা দেওয়া যাবে। এছাড়া ২৮ ও ২৯ ডিসেম্বরও অফিস চলাকালে এই সেবা চালু থাকবে।

এদিকে, মনোনায়নপত্র দাখিলের সুবিধার্থে আগামী শনিবার সব ব্যাংকের শাখাও খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বুধবার সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের জামানত জমা এবং ভোটার তালিকার সিডি ক্রয়ের অর্থ জমা দেওয়ার সুবিধার্থে শনিবার দেশের সব তফসিলি ব্যাংকের শাখা খোলা থাকবে। প্রার্থীরা ওইদিন ব্যাংক ড্রাফট, পে অর্ডার অথবা ট্রেজারি চালানের মাধ্যমে নির্ধারিত অর্থ জমা দিতে পারবেন।

উল্লেখ্য, তফসিল অনুযায়ী নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৯ ডিসেম্বর। এর আগে ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে ছুটি এবং ২৬ ও ২৭ ডিসেম্বর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। পরপর তিনদিন ছুটিতে ব্যাংক বন্ধের কারণে প্রার্থীদের মনোনয়নপত্র জমার ক্ষেত্রে জটিলতার কথা তুলে ধরে শনিবার ব্যাংক খোলা রাখতে কেন্দ্রীয় ব্যাংককে চিঠি দিয়েছিল ইসি। এছাড়া জাতীয় নির্বাচনে প্রার্থীদের আয়কর রিটার্ন দেওয়া বাধ্যতামূলক হওয়ায় তাদের রিটার্ন দাখিল সহজ করতে এনবিআর এ বিশেষ উদ্যোগ নিয়েছে।

ফরহাদ, মহিউদ্দীনের পর ডাকসু নেত্রী সেই তন্বীর বিয়ে

যে কারণে গ্রেপ্তার হলেন ‘সমন্বয়ক’ সুরভী

যৌথবাহিনীর অভিযানে এক সপ্তাহে সারা দেশে আটক ২১

শহীদ ওসমান হাদিকে বহনকারী রিকশাচালকের জবানবন্দি

তাপমাত্রা কমে শীতের তীব্রতা বাড়ার পূর্বাভাস

এভারকেয়ারে জুবাইদা ও জাইমা রহমান

সার্বভৌমত্ব ও গণতন্ত্রের পক্ষে জিয়া পরিবারের অঙ্গীকার প্রমাণিত

তারেক রহমানের দেশে ফেরা: প্রবাসীদের মিশ্র প্রতিক্রিয়া

জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ জামায়াত: মাওলানা আবদুল হালিম

নানা আয়োজনে পালিত হচ্ছে বড়দিন