হোম > জাতীয়

যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণের প্রথম ব্যাচের প্রশিক্ষণ সমাপ্ত

আমার দেশ অনলাইন

ছবি: আমার দেশ।

আজ সকালে ঢাকা বিকেএসপিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ও বিকেএসপি কর্তৃক পরিচালিত যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণে যুবতীদের প্রথম ব্যাচের ১৫ দিনের প্রশিক্ষণ শেষ হয়েছে। সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠানে বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) ও প্রকল্প পরিচালক কর্ণেল মো: গোলাম মাবুদ হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণপ্রাপ্তদের হাতে সনদ ও প্রশিক্ষণ ভাতা তুলে দেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন ‘‘একটি সুস্থ, শক্তিশালী যুব সমাজ গঠন ও নিজেদের আত্মরক্ষার জন্য এ মৌলিক প্রশিক্ষণ বলিষ্ঠ ভূমিকা রাখবে। তিনি দেশের যেকোন দূর্যোগ মোকাবেলায় প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীরা সদা প্রস্তুত থাকবেন বলে তিনি আশা করেন’’।

উল্লেখ্য গত ৯ নভেম্বর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকা বিকেএসপি’তে যুবতীদের প্রথম ব্যাচের উদ্বোধনীর মধ্য দিয়ে প্রকল্পের শুভ উদ্বোধন করেন।

যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণটি মূলত জুডো, কারাতে, তায়কোয়নডো ও শ্যূটিং (এয়ার গান) বিষয়ের উপর প্রশিক্ষণ দেয় হচ্ছে। এ প্রশিক্ষণের লক্ষ্য- যুবদের আত্মবিশ্বাস বৃদ্ধি, শারীরিক ভারসাম্য অর্জন, শৃংখলা ও আত্মনিয়ন্ত্রন, শারীরিক সক্ষমতা অর্জন এবং জীবনে ইতিবাচক প্রভাব বিস্তার।

অনলাইন নিবন্ধনে ফাস্ট কাম ফাস্ট সিলেকশনের ভিত্তিতে সারা দেশের নূন্যতম এসএসসি উত্তীর্ণ, শারীরিক ও মানসিকভাবে সুস্থ ও প্রশিক্ষণ গ্রহণে সক্ষম ১৮-৩৫ বছর বয়সের বাংলাদেশের প্রকৃত নাগরিকগণ ১৫ দিনের সম্পূর্ণ আবাসিক প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করছেন। যুবকদের জন্য ১০২টি ব্যাচে ৮২৫০ জন এবং যুবতীদের ১২টি ব্যাচে ৬০০ জনসহ সর্বমোট ১১৪ টি ব্যাচে বিভিন্ন সময়ে ৮৮৫০ জনকে প্রশিক্ষণ প্রদান করা হবে।

স্বাক্ষরিত /-

মো: আশরাফুজ্জামান

জনসংযোগ কর্মকর্তা

বিকেএসপি

01713246040

তারিখ: ২২ নভেম্বর, ২০২৫

চট্টগ্রাম-৯ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়ন আপিলেও বাতিল

গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি

বনশ্রীতে স্কুলছাত্রী হত্যা মামলায় হোটেল কর্মী গ্রেপ্তার

ইসলামি দুই এনজিওর হাজার কোটি টাকা লুট মনিরুলের

পত্রিকার সেকাল-একাল

গণভোটে জনসচেতনতায় ব্যাংকের সিএসআর তহবিল ব্যবহারের পরামর্শ গভর্নরের

যুক্তরাষ্ট্র ৬৬ সংস্থা থেকে সরায় বাংলাদেশের ক্ষতি কতটা

১০ দিনেই রেমিট্যান্স ছাড়াল বিলিয়ন ডলার

এবার জেদ্দায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তৌহিদ হোসেনের বৈঠক

দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সরকারের অভিন্ন নীতিমালা জারি