হোম > জাতীয়

কামরাঙ্গীরচরে কোম্পানি ঘাটে ব্রিজ নির্মাণ করা হবে

শিক্ষা সেমিনারে স্থানীয় সরকার উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আমরা মাদ্রাসার ছাত্র, আলেম-ওলামাদের পাশে আছি। আপনাদের যে কোনো কাজে আমাদেরকে স্মরণ করলে পাশে পাবেন।

বৃহস্পতিবার রাজধানীর কামরাঙ্গীরচরে মারকাযুত তাকওয়া মাদ্রাসার ৬ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ‘জাতীয় শিক্ষা সেমিনার ও পুরস্কার বিতরণী’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। কামরাঙ্গীরচর আল হেরা কমিউনিটি সেন্টারে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এ সময় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আরো বলেন, কামরাঙ্গীরচরে যাতায়াত ব্যবস্থার উন্নয়নের জন্য কোম্পানি ঘাটে সিটি কর্পোরেশন এবং জেলা পরিষদের ব্যবস্থাপনায় ব্রিজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হবে।

তিনি বলেন, কামরাঙ্গীরচরে রাস্তাঘাট সরু এবং খেলাধুলার মাঠের অভাব রয়েছে। রাস্তাঘাট প্রশস্তকরণ এবং ৫৫নং ওয়ার্ডে খেলাধুলার জন্য একটি মাঠ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

পরে উপদেষ্টা কামরাঙ্গীরচরে জামিয়া নূরিয়া ইসলামিয়া মাদ্রাসা পরিদর্শন করেন এবং উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা মুহাম্মদ উল্লাহ হাফেজ্জী হুজুর (রহ.) এর কবর জিয়ারত করেন।

এর আগে সকাল থেকেই শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের পদচারণে মুখর হয়ে ওঠে জাতীয় শিক্ষা সেমিনার। হাফেজে কোরআন ও কৃতী শিক্ষার্থীদের দেওয়া হয় সংবর্ধনা ও পুরস্কার।

জাতীয় সেমিনারে নেতারা বলেন, মাদরাসা শিক্ষার্থীরা আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে বিশ্বের দরবারে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করেছে। তাদের সাফল্যের ধারা অব্যাহত রাখতে হবে। আমরা যে নতুন বাংলাদেশ গড়তে চাই, তার জন্য এসব শিক্ষার্থীর শিক্ষা, পরিশ্রম, সততা ও নৈতিকতার প্রয়োজন। সুশিক্ষার মাধ্যমেই আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারব।

মারকাযুত তাকওয়ার পরিচালক মুফতি আল আমিন এর সঞ্চালনায় ও খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজীর সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন মাওলানা শেখ আজিমুদ্দিন, মাওলানা ফজলুল্লাহ বিন হামিদুল্লাহ, মাওলানা আব্দুল্লাহ কাসেমী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মুফতি সুলতান মহিউদ্দিন, মুফতি আব্দুর রহমান আজাদ, হাফেজ মাওলানা জাকির হুসাইন প্রমুখ।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক এজাজের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

৪৫তম বিসিএসের নন-ক্যাডারের ফল প্রকাশ

হাসিনার রায় দুর্নীতিবাজদের জন্য সতর্ক সংকেত

বাংলাদেশে প্রথমবার ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম অকশন

আজকের ভূমিকম্প ‘আফটার শক’, পর্যবেক্ষণ কেন্দ্র

দেশজুড়ে ভবন ও নির্মাণ কাজ অনুমোদনের জন্য পৃথক কর্তৃপক্ষ গঠনের নির্দেশ

আটককেন্দ্র ও জেলখানা পরিদর্শন করতে পারবে জাতীয় মানবাধিকার কমিশন

সরকারের সঙ্গে যুক্ত অনেকেই নির্বাচন করবেন: আসিফ

বাউলদের ওপর হামলাকারীদের ধরতে সাঁড়াশি অভিযান চলছে

শুক্রবার ২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়