ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাই বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদি-এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে ইসলামিক রিপাবলিক অব ইরানের ঢাকাস্থ দূতাবাস।
আজ (রবিবার) দূতাবাসের পক্ষ থেকে এক শোকবার্তায় বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করা হয়। বার্তায় বলা হয়, 'শহীদ শরীফ ওসমান হাদী-এর মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত। এই কঠিন সময়ে আমরা বাংলাদেশের জনগণের পাশে আছি। আমরা তাঁর পরিবার, সহকর্মী এবং শোকার্ত সকলের জন্য সান্ত্বনা ও ধৈর্য কামনা করি। বাংলাদেশের জনগণের জন্য শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনা করি।'
শহীদ শরীফ ওসমান হাদী-এর অবদান ও স্মৃতিকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করে ইরানের দূতাবাস বাংলাদেশের সাথে একাত্মতা প্রকাশ করেছে।