হোম > জাতীয়

প্রতিদিন পানিতে ডুবে প্রায় ৪০ শিশুর মৃত্যু

শীর্ষক কর্মশালায় বক্তারা

স্টাফ রিপোর্টার

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি বলেছেন, দেশে অসচেতনতায় বিপুলসংখ্যক শিশু মারা যায় পানিতে ডুবে। তাই শিশুদের প্রারম্ভিক যত্ন ও বিকাশ নিশ্চিত করা এবং পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধের জন্য সরকারের উদ্যোগগুলো সম্প্রসারণের কাজ চলছে। এ বিষয়ে গণমাধ্যমে ব্যাপক প্রচার প্রয়োজন। শিশু-বান্ধব সাংবাদিকতা জোরদারের তাগিদ শীর্ষক জাতীয় পর্যায়ের পরামর্শ সভায় বুধবার প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

সভায় বক্তারা বলেনন্যাশনাল হেলথ অ্যান্ড ইনজুরি সার্ভে ২০২৪ অনুযায়ী দেশে প্রতিদিন পানিতে ডুবে মারা যাচ্ছে ৫১ জনের বেশি মানুষ, যার ৭৫ শতাংশের বেশি শিশু। প্রতিদিন গড়ে প্রায় ৪০ জন শিশু পানিতে ডুবে প্রাণ হারায়, যা ১ থেকে ৪ বছর বয়সী শিশুদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ।

সংশ্লিষ্টরা জানান, আইসিবিসি প্রকল্পের আওতায় কমিউনিটিভিত্তিক শিশু যত্ন কেন্দ্র স্থাপন, ১ থেকে ৫ বছর বয়সী শিশুদের প্রারম্ভিক বিকাশ সহায়তা এবং ৬ থেকে ১০ বছর বয়সী শিশুদের জীবনরক্ষাকারী সাঁতার ও নিরাপত্তা কৌশল প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। বর্তমানে প্রকল্পের দ্বিতীয় পর্যায় আরও ১৪ জেলায় ৫ লাখ ২০ হাজার শিশুকে সাঁতার প্রশিক্ষণ এবং ৩ লাখ ২০ হাজার শিশুকে প্রারম্ভিক বিকাশ সহায়তা দেওয়া হবে।

বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক মোসা. আরজু আরা বেগম এর সভাপতিত্বে কর্মশালায় অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শবনম মুস্তারী, আইএমইডি’র মহাপরিচালক ডক্টর আলম আমিন সরকার। স্বাগত বক্তৃতা করেন যুগ্ম সচিব এবং আইসিবিসি প্রকল্প পরিচালক মো. আব্দুল কাদির। আলোচনার সূত্রপাত করেন সিনারগোজ বাংলাদেশ এর কান্ট্রি হেড এশা হুসেইন। আলোচনাটি সঞ্চালনা করেন সমষ্টির নির্বাহী পরিচালক সিনিয়র সাংবাদিক মীর মাসরুরুজ্জামান। 

সভায় সিনিয়র সাংবাদিকদের মধ্যে মতামত ব্যক্ত করেন চ্যানেল২৪ এর নির্বাহী পরিচালক জহিরুল আলম, ঢাকা ট্রিবিউনর সম্পাদক রিয়াজ আহমদ, চ্যানেল আই’র প্রধান নির্বাহী সম্পাদক জাহিদ নেওয়াজ খান, দৈনিক যুগান্তরের উপ-সম্পাদক শুচী সৈয়দ, বাংলাভিশনের সিনিয়র নিউজ এডিটর সালমা ইয়াসমিন, দৈনিক আমার দেশ-এর সিনিয়র রিপোর্টার সাইদুর রহমান রুমী, দৈনিক মানবজমিনর বার্তা সম্পাদক কাজল ঘোষ, দৈনিক ইত্তেফার মহিলা অঙ্গন সম্পাদক রাবেয়া বেবী, একাত্তর টেলিভিশন এর বিশেষ প্রতিনিধি শাহনাজ শারমীন প্রমুখ।

সিভিল সোসাইটির পক্ষে আলোচনা করেন বাংলাদেশ ইসিডি নেটওয়ার্ক (বেন) এর ভাইস চেয়ার মাহমুদা আখতার, সিনারগোস বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ রিজওয়ান খান পিএমপি, সিআইপিআরপি’র গবেষক ডা. আল আমিন প্রমুখ এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের মহাপরিচালক ড. মো. আল আমিন সরকার।

অতিরিক্ত সচিব শবনম মোস্তারী বলেন, স্থানীয় পর্যায়ে শিশুদের সাঁতার প্রশিক্ষণ ও সুরক্ষা কার্যক্রমের সফলতা ও চ্যালেঞ্জের দিকগুলো গণমাধ্যমে আরও গুরুত্ব দিয়ে তুলে ধরা প্রয়োজন।

জুলাই হত্যাকাণ্ডের মামলার জব্দ আলামত প্রদর্শিত হবে জুলাই স্মৃতি জাদুঘরে

পিকে হালদারসহ ৩৫ জনের নামে মামলা

পাহাড় কাটায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নৌ উপদেষ্টার

একুশে বইমেলার সময়সূচি নির্ধারণ

শিক্ষানবিশ ৯৬ এএসপিকে বদলি

গণভোটে ‘হ্যাঁ’, ‘আপত্তিসহ হ্যাঁ’ এবং ‘না’ রাখার দাবি

সীমান্তে গুলিবিদ্ধ হুজাইফার মৃত্যুঝুঁকি থাকায় বের করা যাচ্ছে না গুলি

বাংলাদেশে ‘অন অ্যারাইভাল ভিসা’ আপাতত বন্ধ: পররাষ্ট্র উপদেষ্টা

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ, কী আলোচনা হলো

নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২২–২৫ মে