হোম > জাতীয়

চট্টগ্রাম-৯ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়ন আপিলেও বাতিল

দ্বৈত নাগরিকত্ব

স্টাফ রিপোর্টার

দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম -৯ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত প্রার্থী ডা. এ কে এম ফজলুল হকের মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন(ইসি)।

সোমবার (১২ জানুয়ারি) নির্বাচন ভবনে আপিল শুনানিতে যুক্তিতর্ক শেষে রিটার্নিং অফিসারের দেয়া সিদ্ধান্ত অনুযায়ী তার প্রার্থিতা বাতিল বহাল রাখা হয়েছে।

শুনানি শেষে একেএম ফজলুল হক বলেন, ‘আমার প্রতি বৈষম্য হয়েছে। বিএনপির অনেক প্রার্থীকে দ্বৈত নাগরিকত্বের মধ্যে কাগজপত্র সাবমিট না করেও মনোনয়নপত্র বৈধ করেছে। রিটার্নিং অফিসারের মত নির্বাচন কমিশনও আমার প্রার্থিতা দেয়নি। এখন আইনজীবীর সাথে কথা বলে আদালতে যাওয়ার ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেব।’

এর আগে গত ৪ জানুয়ারি ডা. এ কে এম ফজলুল হকের মনোনয়নপত্র বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার জিয়াউদ্দীন তার মনোনয়ন বাতিল ঘোষণা করেন।

জানা গেছে, ডা. ফজলুল হক হলফনামায় যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগের কথা উল্লেখ করলেও এর পক্ষে কোনও কাগজপত্র জমা দেননি। তিনি হলফনামায় দাবি করেন, গত ২৮ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেছেন।

প্রার্থীতা ফিরে পেতে ১৪১ থেকে ১৬৪ পর্যন্ত ২৩ জনের আপিল শুনানি হয়েছে। এর মধ্যে ১২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ৮ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। রায় দেয়া হয়নি ১টির। শুনানি হয়নি দুটি। সীমানা জটিলতায় পাবনার দুটি আসনে নির্বাচন স্থগিত করা হয়েছে।

আনসারদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

সরকার আমলাতন্ত্রের কাছে আত্মসমর্পণ করেছে: টিআইবি

গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি

বনশ্রীতে স্কুলছাত্রী হত্যা মামলায় হোটেল কর্মী গ্রেপ্তার

ইসলামি দুই এনজিওর হাজার কোটি টাকা লুট মনিরুলের

পত্রিকার সেকাল-একাল

গণভোটে জনসচেতনতায় ব্যাংকের সিএসআর তহবিল ব্যবহারের পরামর্শ গভর্নরের

যুক্তরাষ্ট্র ৬৬ সংস্থা থেকে সরায় বাংলাদেশের ক্ষতি কতটা

১০ দিনেই রেমিট্যান্স ছাড়াল বিলিয়ন ডলার

এবার জেদ্দায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তৌহিদ হোসেনের বৈঠক