হোম > জাতীয়

মেডিকেলে নির্বাচিতরা ৬ জানুয়ারির মধ্যে ভর্তি না হলে মনোনয়ন বাতিল

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত।

এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিতদের আগামী ৩০ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের ভর্তি হতে হবে। এ সময়ের মধ্যে নির্ধারিত কলেজে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থীর মনোনয়ন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে বলে জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তর সূত্র জানায়, ‘গত ১২ ডিসেম্বর অনুষ্ঠিত এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার ফলের ভিত্তিতেই এই ভর্তি কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নম্বর যোগ করে শিক্ষার্থীদের মেধা স্কোর নির্ধারণ করা হয়। সেই স্কোরের ভিত্তিতে মেধা ও পছন্দক্রম অনুযায়ী ৫০৪৯ জন প্রার্থীদের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে এবং ৫৪০ জন প্রার্থীদের সবকারি ঢাকা ডেন্টাল কলেজ ও ৮টি সরকারি মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটসমূহে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হলো। পশ্চাৎপদ জনগোষ্ঠীর জন্য সংরক্ষিত আসনে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের উল্লিখিত বিষয়ের স্বপক্ষে সনদ/প্রমানকসমূহ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কর্তৃক যাচাইয়াছে পরবর্তীতে প্রকাশ করা হলে বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ/ডেন্টাল ইউনিটে ভর্তির বিষয়ে পরবর্তীতে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফলের উপর বিধিসম্মত যে কোন পরিবর্তন কেন্দ্রীয় ভর্তি কমিটি সংরক্ষণ করে।’

মাইগ্রেশন নীতিমালা প্রসঙ্গে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, নির্বাচিত শিক্ষার্থীরা নিজ নিজ কলেজে ভর্তি সম্পন্ন করার পর অনলাইনে মাইগ্রেশনের (কলেজ পরিবর্তন) জন্য আবেদন করতে পারবেন। বিদ্যমান নীতিমালা অনুযায়ী একজন শিক্ষার্থী সর্বোচ্চ তিনবার মাইগ্রেশনের সুযোগ পাবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য ১৫ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত আবেদন করা যাবে। এক্ষেত্রে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে ১ হাজার টাকা জমা দিয়ে নির্ধারিত নিয়মে আবেদন করতে হবে। পুনর্নিরীক্ষণ ফল সংশ্লিষ্ট আবেদনকারীকে এসএমএসের মাধ্যমে জানানো হবে। এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানানো হয়েছে।

অন্যদিকে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সংরক্ষিত আসনে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের সনদপত্র ও প্রমাণক যাচাইয়ের জন্য ১৮ ডিসেম্বর ও ২১ ডিসেম্বর সাক্ষাৎকার নেওয়া হবে। সাক্ষাৎকারের সময়সূচি ও বিস্তারিত তথ্য স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

অধিদপ্তর আরও জানিয়েছে, যাচাই-বাছাইয়ে কোনো তথ্য মিথ্যা বা বিভ্রান্তিকর প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রাথমিক মনোনয়ন বাতিল হবে এবং প্রয়োজনে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর শিক্ষার্থীদের নির্ধারিত সময়সূচি মেনে ভর্তি ও সংশ্লিষ্ট সব প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানিয়েছে।

প্রসঙ্গত, ২০২৫–২৬ শিক্ষাবর্ষে উত্তীর্ণ ও মনোনীত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম আগামী ৩০ ডিসেম্বর থেকে শুরু হয়ে ৬ জানুয়ারি পর্যন্ত চলবে। গত ১৪ ডিসেম্বর সরকারি-বেসরকারি এমবিবিএস-বিডিএসের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এর আগে গত ১২ ডিসেম্বর ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১ লাখ ২০ হাজার ৪৪০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। অংশগ্রহণের হিসেবে আবেদনকারীর মধ্যে থেকে ৯৮ দশমিক ২১ শতাংশ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। অনুপস্থিত ছিলেন ২ হাজার ১৯২ জন পরীক্ষার্থী।

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠন: ফয়েজ

দেশ-বিদেশে ৬৬, ১৪৬ কোটি টাকার সম্পদ ‘অবরুদ্ধ’

আইনি হেফাজতে থাকা ভোটারদের নিবন্ধন শুরু ২১ ডিসেম্বর

ঋণের নামে ৫৬ কোটি টাকা আত্মসাৎ সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের

সুদানে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর লাশ আসবে শনিবার

হাদি হত্যাচেষ্টা: প্রধান অভিযুক্ত ফয়সালের বাবা-মার দায় স্বীকার

ঢাকার বিভিন্ন প্রবেশ পথ ও গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের চেকপোস্ট

শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও তার স্ত্রীর সব মামলায় জামিন স্থগিত

হাদিকে গুলি: ঘটনার সঙ্গে ‘প্রত্যক্ষভাবে জড়িত’ নুরুজ্জামান

বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি